Celebrity Marriage

পরনে লাল শাড়ি সিঁথিতে সিঁদুর, এই সাজেই কি সইফ-বিতর্ক মুছতে চাইলেন করিনা?

বাড়ির ছেলের বিয়ে বলে কথা! করিনার সাজে সনাতনী ছোঁয়া। যত্নে সিঁদুর ছুঁইয়েছেন সিঁথিতে। পরনে লাল সিক্যুইনের জয়পুরি ডিজ়াইনার শাড়ি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২
সীমন্তিনী করিনা কপূর খান।

সীমন্তিনী করিনা কপূর খান। ছবি: ইনস্টাগ্রাম।

মনেপ্রাণে ভাল থাকতে চাইছেন করিনা কপূর খান? স্বামী সইফ আলি খানের উপরে ঘটে যাওয়া হামলার কথা ভুলতে চাইছেন? যাবতীয় বিতর্ক সরিয়ে বুঝি আবার আগের মতো হয়ে উঠতে চেষ্টা করছেন! শুক্রবার তুতো ভাই আদর জৈনের বিয়েতে লাল টিপ, সিঁদুর, লাল শাড়ি, কুন্দনের গয়নায় সেজে যেন এমনই বার্তা দিলেন অভিনেত্রী। স্বামীর বাহু জড়িয়ে সলজ্জ ভঙ্গিতে ছবিশিকারিদের সামনে দাঁড়ানো সে দিকেই ইঙ্গিত করেছে।

Advertisement

মেহন্দির অনুষ্ঠান থেকেই রণধীর-ববিতা কপূর কন্যা একটু একটু করে পুরনো মেজাজে ফিরেছেন। তার আগে তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। উদ্‌যাপনের দিন দিদি করিশ্মার সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ঘন সবুজরঙা পোশাকে। ওই দিন তিনি ছবি ভাগ করে নেওয়ার পাশাপাশি মনের কথাও বিবরণীতে লিখেছিলেন। বাড়িতে বিয়ে, হইচই করছেন সকলে, চেনা পরিবেশ। কাছের লোকজনের উপস্থিতি— সব মিলিয়ে তিনি যেন আবারও আগের মতো। জীবনের অন্ধকার অধ্যায় (পড়ুন সইফ আলি খানের উপরে হামলাকাণ্ড) পেরিয়ে আবার যেন আলোর সন্ধান পেয়েছেন।

করিনার মতো এ দিন সইফ-ও যথেষ্ট তরতাজা। কালো শেরোয়ানিতে সেজেছেন। হাসিমুখে অতিথি আপ্যায়ন করতেও দেখা গিয়েছে তাঁকে। কিছু দিন আগে তাঁর উপর দিয়ে এত বড় ঝড় বয়ে গিয়েছে, বুঝতে দেননি কাউকে। করিনাও ঘুরেফিরে সইফের কাছাকাছিই ছিলেন। স্বামীকে চোখে হারাচ্ছেন? না কি বিতর্ক থামাতেই এত কিছু?— এত কিছুর মধ্যেও নিন্দকেরা কিন্তু চুপ নেই!

Advertisement
আরও পড়ুন