Sunjay Kapur Death

মৌমাছি গলায় আটকে এমন ঘটতে পারে! মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ঠিক কী বলেছিলেন সঞ্জয়?

মৌমাছি গিলে ফেলে কারও মৃত্যু হতে পারে! এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। মৃত্যুর আগে ঠিক কী বলেন সঞ্জয়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৪:০৫
Karishma Kapoor

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় মৃত্যুর আগে শেষ কী বলেছিলেন? ছবি: সংগৃহীত।

মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ঠিক কী বলেছিলেন করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর? অবশেষে সেই তথ্য সামনে এল। বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলছিলেন দিব্যি। হঠাৎই তাঁর গলায় একটি মৌমাছি ঢুকে পড়ে। চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিষয়টি এতই দ্রুত ঘটে যায়, চিকিৎসারও কোনও সুযোগ মেলেনি।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ঠিক কী বলেছিলেন সঞ্জয়। আতঙ্কগ্রস্ত হয়ে করিশ্মার প্রাক্তন স্বামী বলেছিলেন, “আমি একটা মৌমাছি গিলে ফেলেছি।” এটিই ছিল তাঁর শেষ কথা।

বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন সঞ্জয়। তাঁর মৃত্যুর পরে আশপাশের মানুষজনের মধ্যে ছড়িয়েছে শোকের ছায়া। ব্যবসায়ীর এক বন্ধু বলেছেন, “ওকে আমাদের খুব মনে পড়বে। শুধু পরিবার ও বন্ধুরাই ওকে মনে করবে এমন নয়। স্থানীয় মানুষ ও ওর সংস্থার কর্মীদেরও ওর কথা মনে পড়বে। ও খুবই মজার ও দয়ালু মানুষ ছিল।”

নিজে বিরাট সম্পত্তির অধিকারী হলেও অর্থের নিরিখে কোনও ভেদাভেদ করতেন না বলেও জানান সঞ্জয়ের সেই বন্ধু। তাঁর কথায়, “ওঁর বাড়িতে কোনও পার্টি হলে সকলেই আমন্ত্রণ পেতেন। বন্ধুদের মধ্যে ও কোনও ভেদাভেদ করত না।”

তবে মৌমাছি গিলে ফেলে কারও মৃত্যু হতে পারে কি? এই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে। কঙ্গনা রনৌতও এই প্রশ্ন তুলেছেন। তিনিও আতঙ্ক প্রকাশ করে সমাজমাধ্যমে লিখেছেন, “হঠাৎ মৌমাছি এসে গলায় ঢুকে গেল। মানুষটা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না। নিমেষে সব শেষ। এ সব ঘটনা দেখে যুক্তি দিয়ে নিজের মনকে বোঝাবার চেষ্টা করি। কিন্তু মন বোঝে না। জানি না, ২০২৫-এ আর কী হবে! সকলে সুস্থ থাকুন।’’

Advertisement
আরও পড়ুন