Sonu Nigam

সোনুর সঙ্গে ভবিষ্যতে আর কোনও কাজ নয়! গায়কের বিরুদ্ধে বড় পদক্ষেপ কর্নাটকে

অনুষ্ঠানে পর পর হিন্দি গান গাইছিলেন। এক শ্রোতা-দর্শক বার বার সোনুকে একটি কন্নড় গান গাওয়ার অনুরোধ করছিলেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৭:১৮
Karnataka Police has issued a legal notice against singer Sonu Nigam

সোনুর বিরুদ্ধে বড় পদক্ষেপ। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছেন সোনু নিগম। কন্নড় গান গাইতে বলার পরেই মেজাজ হারিয়েছিলেন গায়ক। উল্টে তিনি পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে এনেছিলেন। এ বার সোনুর বিরুদ্ধে নোটিস জারি করল অবলাহল্লি থানা। তাদের দাবি, এক সপ্তাহের মধ্যে সোনুকে হাজিরা দিতে হবে।

Advertisement

অনুষ্ঠানে পর পর হিন্দি গান গাইছিলেন। এক শ্রোতা-দর্শক বার বার সোনুকে একটি কন্নড় গান গাওয়ার অনুরোধ করছিলেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত হয়েছিল। কন্নড় গান গাইতে বলার অনুরোধ পেয়েই মেজাজ হারান সোনু। নিয়ে আসেন পহেলগাঁওয়ের প্রসঙ্গ। কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরেই তিনি বলেন, “আমার এই বিষয়টা ভাল লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পহেলগাঁওয়ের মতো ঘটে যায়।”

অনুষ্ঠানটি হয়েছিল ২৫ এপ্রিল। এর পরে ২৭ এপ্রিল সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে কন্নড় সংস্থা কর্নাটক রক্ষণা বৈদিকে। অভিযোগ ছিল, ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে তিনি শত্রুতা তৈরি করার চেষ্টা করেছেন। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও একটি নোটিস জারি করতে চলেছে তারা। শান্তি লঙ্ঘন করার অভিযোগও রয়েছে সোনুর বিরুদ্ধে।

সোনু এই ঘটনার জন্য একটি ভিডিয়ো করে দাবি করেন, পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করার আগে জঙ্গিরা জানতে চায়নি, কার কোন ভাষা। নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করলে এমন ঘটনাই ঘটবে বলে তাঁর দাবি।

অন্য দিকে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তারা সোনু নিগমের সঙ্গে আর কোনও কাজ করবে না। তবে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে এমন নয়।

Advertisement
আরও পড়ুন