Ananya Panday & Kartik Aaryan

প্রাক্তন প্রেমিকের ঠোঁটে চুমু! হঠাৎ ছড়িয়ে পড়ল অনন্যা-কার্তিকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি

সোমবার ছড়িয়ে পড়ল তাঁদের ঘনিষ্ঠ ছবি। প্রাক্তনের ঠোঁটে ঠোঁট রাখা সেই ছবি এই মুহূর্তে সমাজমাধ্যমের আলোচনার কেন্দ্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৮:৩১
Ananya Panday

অনন্যার ঠোঁটে ঠোঁট কার্তিকের। ছবি: সংগৃহীত।

এক সময়ে সম্পর্কে ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে বহু বছর। তার পর আরব সাগরের তীরে বয়ে গিয়েছে অনেক ঢেউ। ফের কি নিজেদের মধ্যে সব মিটিয়ে নিলেন অনন্যা ও কার্তিক। কারণ, সোমবার ছড়িয়ে পড়ল তাঁদের ঘনিষ্ঠ ছবি। প্রাক্তনের ঠোঁটে ঠোঁট রাখা সেই ছবি এই মুহূর্তে সমাজমাধ্যমের আলোচনার কেন্দ্রে।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে খোলা রাস্তায় কার্তিকের ঠোঁটে চুমু খাচ্ছেন অনন্যা। পাসপোর্ট দিয়ে কোনও মতে ঢাকছেন চুম্বন। এই ছবি ছড়িয়ে পড়তেই নেটাগরিকের প্রশ্ন, ফের কি ভাঙা সম্পর্কে জোড়া লাগল? আদিত্য রায় কপূরের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে বিষণ্ণ হয়ে পড়েন অনন্যা। তার পরে অম্বানীদের কর্মী ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ভালই চলছিল সেই সম্পর্ক। কিন্তু তার মাঝেই প্রাক্তন প্রেমিককে চুম্বনের ছবি দেখে চোখ কপালে অনন্যার অনুরাগীদের। হঠাৎ অভিনেত্রীর হল কী?

কার্তিকের ঠোঁটে ঠোঁট অনন্যার।

কার্তিকের ঠোঁটে ঠোঁট অনন্যার।

কার্তিক ও অনন্যা নাকি ফের জুটি বাঁধছেন। তবে বাস্তবে নয়। ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। ছবির পরিচালনা করছেন সমীর বিদওয়ানস। প্রযোজক কর্ণ জোহর। কর্ণই এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন এবং ছবির কথা জানিয়েছেন। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমের সপ্তাহে এই ছবি মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে ইউরোপে ছবির শুটিং চলছে।

২০১৯ সালে ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিতে জুটি বেঁধেছিলেন অনন্যা ও কার্তিক। সেই সময়ে পর্দার রসায়ন নাকি বাস্তবেও ছড়িয়ে পড়েছিল। অনন্যার মা-ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কন্যার সঙ্গে কার্তিকের জুটি তাঁর খুবই পছন্দ।

Advertisement
আরও পড়ুন