Katrina Kaif

মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ১৪ বছর আগে! সন্তান নিয়ে কোন ভাবনা ছিল ক্যাটরিনা কইফের?

২০২১ সালে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তার দশ বছর আগে পরিবার পরিকল্পনা কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৫
Katrina Kaif spoke about her dream of having kids and living with husband

অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে ক্যাটরিনার। —ফাইল চিত্র।

জল্পনা চলছিল বহুদিন। অবশেষে ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে সন্তান। গত বছর থেকেই অনুরাগীদের মধ্যে এই নিয়ে চলছিল আলোচনা। তার কারণ, ক্যাটরিনা নিজেই একসময় জানিয়েছিলেন, তিনি স্বামী ও সন্তান নিয়ে সুখে সংসার করতে চান।

Advertisement

২০২১ সালে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তার দশ বছর আগেই নাকি পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পরিবার, স্বামী, সন্তান এই বিষয়গুলিকে তিনি বিশেষ মর্যাদা দেন বলেও জানিয়েছিলেন। ক্যাটরিনা বলেছিলেন, “অন্য রকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই।”

অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে ক্যাটরিনার। ক্যাটরিনা জানিয়েছিলেন, একটি সন্তানের জন্য মা ও বাবা উভয়েরই অবদান থাকে। তাই বিয়ের পরে স্বামীর সঙ্গে মিলে সন্তানকে বড় করতে চান।

গত বছরও জল্পনা তৈরি হয়েছিল, মা হচ্ছেন ক্যাটরিনা। সেই সময় তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তবে গত কয়েক মাসে এই জল্পনা আরও ঘনীভূত হয়। মঙ্গলবার সব জল্পনা পরিষ্কার করলেন তারকাদম্পতি। তাঁরা লিখলেন, ‘‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’’ অভিনেত্রীর ছবিতে শুভেচ্ছাবার্তায় ভরে যায়। শোনা যাচ্ছে, অক্টোবরেই ভূমিষ্ঠ হবে সন্তান।

গত দু’বছর ধরে অভিনয়জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। নয়তো তীর্থস্থানে দেখা গিয়েছে। বিয়ের পর থেকে বার বার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসেছে চর্চায়। কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়।

ক্যাটরিনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেরি ক্রিসমাস’। ছবিতে অভিনয় প্রশংসিত হয়েছিল তাঁর। বর্তমানে নিজের প্রসাধানীর ব্যবসা ও সামলাচ্ছেন অভিনেত্রী। সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন তিনি। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই ঠিক করেছেন।

Advertisement
আরও পড়ুন