Kiran Rao

অসুস্থ হয়ে হাসপাতালে কিরণ রাও! পরিচয়পত্রে কেন এখনও রয়েছে প্রাক্তন স্বামী আমির খানের নাম?

হাসপাতাল থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন কিরণ। একটিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে হাসপাতালের ট্যাগ বাঁধা। সেখানে লেখা পরিচালকের নাম— কিরণ আমির রাও খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫
আমিরের প্রাক্তন স্ত্রী তথা পরিচালক কিরণ অসুস্থ?

আমিরের প্রাক্তন স্ত্রী তথা পরিচালক কিরণ অসুস্থ? ছবি: সংগৃহীত।

অসুস্থ কিরণ রাও! তাই তড়িঘড়ি হাসপাতালে গিয়েছিলেন। উপলব্ধি করেছিলেন, ২০২৬ আসার আগেই শরীরের দিকে মন দেওয়া প্রয়োজন। সেই মতোই দেরি না করে হাসপাতালে ভর্তি হন আমির খানের প্রাক্তন স্ত্রী। এখন কেমন আছেন তিনি? নিজেই জানালেন পরিচালক।

Advertisement

হাসপাতাল থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন কিরণ। একটিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে হাসপাতালের ট্যাগ বাঁধা। সেখানে লেখা পরিচালকের নাম— কিরণ আমির রাও খান। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, কিরণের ঠোঁট ফুলে গিয়েছে। তিনি নিজেই জানিয়েছেন, কোনও ওষুধ থেকে অ্যালার্জির ফলে তাঁর ঠোঁটের এই অবস্থা। সব শেষের ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের খাবার খাচ্ছেন তিনি। কিন্তু কী হয়েছে তাঁর?

কিরণ লিখেছেন, “আমি ২০২৬কে উদ্‌যাপন করার জন্য প্রস্তুত। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল, এ বার একটু ধীরে চলার প্রয়োজন এসেছে। সত্যিই এখনকার চিকিৎসাপদ্ধতির প্রতি আমি কৃতজ্ঞ।” পরিচালক বুঝতেই পারেননি কী ভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর অ্যাপেন্ডিক্স শরীর থেকে বার করে আনা হয়েছে। নিজের চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন কিরণ।

নিজের ঠোঁট নিয়ে রসিকতা করে কিরণ লিখেছেন, “অ্যালার্জির জন্য ঠোঁট এমন ফুলে গিয়েছিল। বন্ধুরা সকলে খুব হাসাহাসি করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আবার স্বাভাবিক হয়ে গিয়েছে আমার ঠোঁট।” ইতিমধ্যেই সুস্থ হয়েছেন কিরণ। তিনি লিখেছেন, “ইতিমধ্যেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বাড়ি ফিরে গিয়েছি। এ বার নতুন বছরে স্বচ্ছন্দে পা বাড়াতে পারব। ২০২৫ ভালই কেটেছে। আশা করছি ২০২৬-ও আমার প্রতি দয়ালু হবে।”

কিরণের আরোগ্য কামনা করেছেন আমির খান ও রিনা দত্তের কন্যা আইরা খান। অভিনেত্রী অদিতি রাও হায়দারি, তিলোত্তমা সোমও পরিচালকের আরোগ্য কামনা করেছেন। এই সবের মধ্যে নেটাগরিকের চোখে পড়েছে কিরণের নাম। বিবাহবিচ্ছেদের পরেও তিনি নিজের নামের মধ্যে আমির খানের নাম কেন ব্যবহার করছেন, সেই প্রশ্ন উঠছে।

Advertisement
আরও পড়ুন