Leonardo D'Caprio's Indian Connection

সৎমাকে নিয়ে বড় ঘোষণা লিয়োনার্দোর! উল্লসিত অনুরাগীরা, কেন বিশ্বাস করলেন না ব্র্যাড পিট?

লিয়োনার্দোর সৎমাকে নিয়ে খবর ছড়াতেই খুশিতে ফেটে পড়েছেন তাঁর ভারতীয় ভক্তরা। জানিয়েছেন, অভিনেতার প্রতি আকর্ষণ আরও বাড়লে তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬
এক ফ্রেমে ব্র্যাড পিট, লিওনার্দো ডি’ক্যাপ্রিও।

এক ফ্রেমে ব্র্যাড পিট, লিওনার্দো ডি’ক্যাপ্রিও। ছবি: সংগৃহীত।

বড়দিনে ভারতীয় অনুরাগীদের বড় উপহার দিলেন হলিউড তারকা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো। তাঁর সৎমা পেগি ডিক্যাপ্রিয়ো শিখ সম্প্রদায়ের। পারিবারিক দিক থেকে তাঁর সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে।

Advertisement

অতি সম্প্রতি, আন্তর্জাতিক স্তরের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন ‘টাইটানিক’-এর নায়ক। সেখানেই নিজের পরিবার সম্পর্কে সবিস্তার জানান। তিনি বলেন, “আমার মা পেগি ডিক্যাপ্রিয়ো পাগড়ি পরেন। তাঁকে প্রায়ই ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখতে পাবেন আপনারা।” এ-ও জানান, তাঁর বাবা জর্জ ডিক্যাপ্রিয়ো হিপ্পি ঘরানার প্রতি আকৃষ্ট ছিলেন। লস অ্যাঞ্জেলেসে বড় হয়েছেন। সত্তরের দশকে লস অ্যাঞ্জেলেসে তলে তলে যে শিল্প আন্দোলন চলছিল তার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

প্রসঙ্গত, লিয়োনার্দোর মা ইরমেলিন ইন্ডেনবির্কেন। তাঁর সঙ্গে জর্জের বিবাহবিচ্ছেদের পরে ১৯৯৫ সালে পেগি তাঁর দ্বিতীয় স্ত্রী হয়ে আসেন। বাবার বিবাহবিচ্ছেদের সময় অভিনেতার বয়স মাত্র এক বছর। লিয়োনার্দো ভারতেও যথেষ্ট জনপ্রিয়। এ দেশে তাঁর ভক্তসংখ্যা প্রচুর। তাঁরা এই খবর জেনে আপ্লুত।

এ দিকে, লিয়োনার্দোর এই খবর নাকি বিশ্বাসই করেননি হলিউডের আর এক তারকা অভিনেতা ব্র্যাড পিট। তিনি সহ-অভিনেতার মা-বাবাকে দেখে প্রথমে বিশ্বাসই করতে চাননি, জর্জ-পেগি লিয়োনার্দোর মা-বাবা! সে কথাও সাক্ষাৎকারে জানান অভিনেতা। লিয়োনার্দো হাসতে হাসতে বলেন, “একবার বাবা আমার সৎমাকে নিয়ে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবির সেটে এসেছিলেন। আমরা তখন মুসো অ্যান্ড ফ্র্যাঙ্কস থেকে হলিউড বুলেভার্ডের দিকে যাচ্ছিলাম। ওকে বললাম, ‘ওখানে আমার বাবা আর আমার সৎমা আছেন।’ সে অবিশ্বাসী কণ্ঠে বলল, ‘তাই নাকি!’ আমি তাঁদের দেখালামও। তখনও সে অবিশ্বাস করে বলল, ‘আচ্ছা! বেশ বেশ!’।” পরে লিয়োনার্দো বুঝতে পারেন, পোশাকে তাঁর মা-বাবা এতটাই সাদামাঠা যে ব্র্যাড বিশ্বাস করতে পারেননি, তাঁরা তাঁর অতি আপনজন।

Advertisement
আরও পড়ুন