Madhumita Sarcar

কপালে টিপ, নাকে নথ, লাল লেহেঙ্গায় তাক লাগালেন মধুমিতা

মধুমিতাকে এই সাজে দেখে আপ্লুত নেটাগরিকরাও। পোস্টের মন্তব্য বিভাগে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৯:১৫
মধুমিতা সরকার।

মধুমিতা সরকার।

কপালে ছোট্ট টিপ। নাকে নথ। হাতে চওড়া বালা। লাল লেহেঙ্গা চোলিতে টলিউডের ‘চিনি’ যেন নববধূ। নিজের এই সাজের ছবি শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করে তাক লাগালেন মধুমিতা সরকার।

বেশির ভাগ সময়ই পশ্চিমি পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। মাঝেমধ্যে ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে ওঠে শাড়ি পরা ছবিও। এ বার লাল লেহেঙ্গায় মন মজেছে তাঁর। তবে বিশেষ কোনও উপলক্ষ নেই। আচমকাই গ্রীষ্মের এক দুপুরে লাবণ্য দিয়ে নেটমাধ্যমে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন তিনি। মধুমিতাকে এই সাজে দেখে আপ্লুত নেটাগরিকরাও। পোস্টের মন্তব্য বিভাগে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

Advertisement

পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা অভিনীত ‘ট্যাংরা ব্লু’জ’। প্রশংসিত হয়েছে ছবিতে মধুমিতার অভিনয়। কাজের সঙ্গেই এখন মাঝেমধ্যে রান্নাবান্নায় মন দিচ্ছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই বানিয়েছিলেন মনের মতো চিংড়ির মালাইকাড়ি। ফাঁকা সময় পেলেই নানা রকম পদ তৈরি করে ফেলতে ভালবাসেন মধুমিতা।

Advertisement
আরও পড়ুন