Mahi Vij

বিচ্ছেদের পরে সন্তানেরা থাকবে কার কাছে? জয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাহি

বিচ্ছেদের কারণ নিয়েও জল্পনা চলে বিস্তর। এও শোনা যায়, পরস্পরের প্রতি বিশ্বাসের অভাবেই নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:১৪
জয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহি।

জয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহি। ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ছোটপর্দার তারকাদম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ! গত কয়েক মাস ধরে এই জল্পনা চলছে। এমনকি এও শোনা গিয়েছে, আইনি পথে বিবাহবিচ্ছেদ ইতিমধ্যেই হয়ে গিয়েছে তাঁদের। অবশেষে এই জল্পনায় মুখ খুললেন মাহি।

Advertisement

বিচ্ছেদের কারণ নিয়েও জল্পনা চলেছে বিস্তর। এও শোনা যায়, পরস্পরের প্রতি বিশ্বাসের অভাবেই নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা। সমাজমাধ্যমের একটি ‘অ্যাকাউন্ট’ এমন দাবিই করেছে। সেই পোস্ট নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে পাল্টা জবাব দিয়েছেন মাহি। তিনি লিখেছেন, “ভুয়ো গল্প ছড়াবেন না। না হলে আমি আইনি পদক্ষেপ করব।”

একসময় একসঙ্গে ভ্লগ করতেন জয় ও মাহি। বিনোদনজগতে ‘পাওয়ার কাপ্‌ল’ নামে পরিচিত ছিলেন তাঁরা। কিন্তু গত কয়েক মাসে একসঙ্গে কোনও ভিডিয়ো করেননি তাঁরা। এমনকি সমাজমাধ্যমে একসঙ্গে কোনও ছবিও ভাগ করে নেননি। সম্প্রতি কন্যা তারার সঙ্গে একটি ভিডিয়ো ভাগ করে নেন জয়। মজার সেই ভিডিয়োর সঙ্গে অভিনেতা লিখেছিলেন, “বাচ্চার সঙ্গে বাবা যখন একা থাকেন, তখন এই সবই ঘটে।” সেই পোস্টের তলায় মাহি মন্তব্য করেন, “তারা সবচেয়ে মিষ্টি।”

২০২৪ সালের জুলাইয়ে শেষ একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন তাঁরা। এমনকি গত অগস্টে তাঁদের মেয়ে তারার জন্মদিন উদ্‌যাপনেও জয় ও মাহিকে দূরত্ব বজায় রাখতে দেখা যায় বলেই খবর।

২০১০ সালে জয় ও মাহি বিয়ে করেন। তাঁদের তিন সন্তান। মাহির গর্ভজাত কন্যা তারা, সেই সঙ্গে রাজবীর ও খুশিকে দত্তক নেন দম্পতি। বিচ্ছেদের পরে সন্তানেরা কার কাছে থাকবেন, সেই সিদ্ধান্তও নাকি নেওয়া হয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন