Pratul Mukhopadhyay Sick

মুখ্যমন্ত্রী এসএসকেএমে ফোন করে খবর নিলেন প্রতুলের, হাসপাতালে পাঠালেন দুই মন্ত্রীকে

সোমবার বিধানসভার অধিবেশন শেষে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের ফোন করে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৯
(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তিনি প্রতুলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ফোনে কথা বলেন।

Advertisement

সোমবার বিধানসভার অধিবেশন শেষে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের ফোন করে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা। শুধু তা-ই নয়, কবি-গায়কের স্বাস্থ্যের বিষয়ে আরও বিশদে জানার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালে পাঠান। তাঁরা প্রতুলের সঙ্গে দেখা করেন। পাশাপাশি, তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিকিৎসকদের সঙ্গেও। পরে তাঁরা মুখ্যমন্ত্রীকে ফোনে বিস্তারিত জানান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতুলের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করানো হয় প্রতুলকে। তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এর পর স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখেন।

গত বছরও জানুয়ারি মাসে অসুস্থ হয়েছিলেন প্রতুল। ২০২৪ সালের ১৫ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে অসুস্থ সঙ্গীতশিল্পীকে দেখতে গিয়েছিলেন মমতা। হাসপাতালে গিয়ে সঙ্গীতশিল্পীর সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেছিলেন তিনি। তাঁর গলায় আমি ‘বাংলার গান গাই’ গানটিও শোনেন মুখ্যমন্ত্রী। সেই মুহূর্তের ভিডিয়ো নিজের ফেসবুক হ্যান্ডলেও শেয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, “প্রতুলদার গলায় ‘বাংলার গান গাই’ এক সুখকর অভিজ্ঞতা।” ফের প্রতুল অসুস্থ। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন