Abhimanyu Singh

অভিমন্যু সিংহের বাড়িতে কোটি টাকার চুরি! মুম্বই পুলিশের তদন্তে কত টাকা ফেরত পেলেন অভিনেতা?

অভিযুক্তের নাম মনোজমোহন রাঠৌর। মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, এর আগেও নানা রকমের অপরাধমূলক কাজে জড়িয়েছে মনোজের নাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৮:১২
অভিমন্যু সিংহের বাড়িতে কোটি টাকার চুরি!

অভিমন্যু সিংহের বাড়িতে কোটি টাকার চুরি! ছবি: সংগৃহীত।

অভিনেতা অভিমন্যু সিংহের বাড়ি থেকে কোটি কোটি টাকার চুরি। ঘটনায় ইতিমধ্যেই এক ৪০ বছরের ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। শুধু গ্রেফতারই নয়। চুরি যাওয়া জিনিস উদ্ধার করে অভিনেতাকে ফেরতও দিয়েছে পুলিশ।

Advertisement

অভিযুক্তের নাম মনোজমোহন রাঠৌর। মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, এর আগেও নানা রকমের অপরাধমূলক কাজে জড়িয়েছে মনোজের নাম। মুম্বই ও সংলগ্ন বহু এলাকায় মনোজের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গিয়েছে।

গত ২৯ ডিসেম্বর আন্ধেরিতে অভিমন্যুর বাংলোয় ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, শৌচালয়ের একটি জানলা দিয়ে অভিনেতার বাড়িতে মধ্যরাতে ঢুকে পড়েছিল অভিযুক্ত। তার পর সেখান থেকে নগদ টাকা, সোনা, হিরে ও রুপোর গয়না চুরি করে চম্পট দেয় মনোজ। ঘটনার পরে অভিমন্যুর ৮২ বছর বয়সি মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্ত শুরু হয় এবং লোকশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

টানা দু’দিন পালঘর এলাকায় নজর রেখেছিল মুম্বই পুলিশের একটি দল। অবশেষে মঙ্গলবার মনোজকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের সময়ে অভিযুক্ত জানায়, সে কিছু গয়না এক স্বর্ণ ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছে। বাকি গয়না নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। এর পরেই মনোজের বাড়ি থেকে ১.৩৭ কোটি টাকার গয়না উদ্ধার করে পুলিশ। পরবর্তী পর্যায়ের তদন্ত এখনও চলছে।

উল্লেখ্য, হিন্দি, তেলুগু ও তামিল ছবিতে খলচরিত্রে অভিনয় করার জন্য পরিচিত মুখ অভিমন্যু। ছোটপর্দাতেও তিনি যথেষ্ট পরিচিত।

Advertisement
আরও পড়ুন