Chirosakha Serial

ভালবাসার আত্মত্যাগ! এ বার ‘স্বতন্ত্র’র বিয়ে দিতে উদ্যোগী ‘কমলিনী’, রাজি কি হবে ‘নতুন ঠাকুরপো’?

‘চিরসখা’ ধারাবাহিকে নতুন কাহিনি। কমলিনী এবং স্বতন্ত্রের জীবনে আসতে চলেছে নতুন ঝড়! গল্পে নতুন চরিত্রেরও আগমন হয়েছে। নায়ক-নায়িকার সম্পর্কের ভবিষ্যৎ ঠিক কী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৩
বিয়েতে কি রাজি হবে স্বতন্ত্র?

বিয়েতে কি রাজি হবে স্বতন্ত্র? ছবি: সংগৃহীত।

‘চিরসখা’র কাহিনিতে নতুন মোড়! প্লুটোর কাহিনি এখন অতীত। কমলিনীর জীবনে নতুন ঝড়ের আভাস। ইতিমধ্যেই নতুন সেই প্রোমো প্রকাশ্যে। পরিণত বন্ধুত্ব গড়িয়েছে প্রেমের গল্পে। কিন্তু নায়ক-নায়িকা কি এত সহজে কাছাকাছি আসবে? ধারাবাহিকের নতুন গল্পের আভাস প্রকাশ্যে আসতেই দর্শকমহলে নানা প্রশ্ন।

Advertisement

কৌতূহল আরও বেড়েছে দর্শকের। ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়কে। প্রোমোয় দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসেছেন কমলিকা। কিন্তু শেষ মুহূর্তে বিয়ের অনুষ্ঠানে এসে পৌঁছোননি তাঁর হবু বর। সেখানেই অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ওরফে স্বতন্ত্রের আগমন। উপস্থিত সবাই স্বতন্ত্রকে অনুরোধ করে, বিয়ের কনেকে যাতে ‘লগ্নভ্রষ্টা’ হওয়ার হাত থেকে বাঁচায় সে।

এই কাহিনি প্রায় জানা দর্শকের। এ রকম প্রেক্ষাপট আগেও ছোটপর্দা, বড়পর্দায় দেখেছে দর্শক। যথারীতি এই বিয়ে করতে কোনও ভাবেই রাজি নয় স্বতন্ত্র। কিছু দিন আগেই দেখা গিয়েছে নিজের ভালবাসার কথা কমলিনীকে জানিয়েছে সে। দু’জনেই পরস্পরের অনুভূতির কথা জানে। কিন্তু এই পরিস্থিতিতে স্বতন্ত্রের বিয়ে দিতে উদ্যোগী কমলিনী। তা হলে কোন দিকে মোড় নেবে তাদের জীবন? তা নিয়ে কৌতূহলী ধারাবাহিকপ্রেমী দর্শক।

Advertisement
আরও পড়ুন