Priyanka Chopra-Nick Jonas

এক নয়, প্রিয়ঙ্কার সঙ্গে একাধিক সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন! এখন কি আক্ষেপ হয় নিক জোনাসের?

সন্তানকে নিয়ে প্রায়ই সোহাগী ছবি ভাগ করে নেন তারকা দম্পতি। কিন্তু এক সন্তানে কি ক্ষান্ত হবেন আমেরিকার পপ তারকা? কারণ, তাঁর স্বপ্ন ছিল, অনেক সন্তানের জন্ম দেওয়ার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮
Nick Jonas wanted to have many kids with Priyanka Chopra

প্রিয়ঙ্কার সঙ্গে একাধিক সন্তান চেয়েছিলেন নিক। ছবি: সংগৃহীত।

বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল, আমেরিকার এক পপ তারকাকেই মন দিয়েছেন অভিনেত্রী। ক্রমশ প্রকাশ্যে আসে, নিক জোনাসের সঙ্গে ‘দেশি গার্ল’-এর সম্পর্কের কথা। ২০১৮ সালে রাজকীয় কায়দায় বিয়ে করেন প্রিয়ঙ্কা ও নিক। তার পর থেকে সুখে সংসার করছেন দম্পতি। কাজের ক্ষেত্রেও পরস্পরকে উৎসাহ দেন তাঁরা। নিকের অনুষ্ঠানে দর্শকাসন থেকে করতালিতে ভরিয়ে দেন প্রিয়ঙ্কা। আবার প্রিয়ঙ্কার ছবি মুক্তি নিয়ে উত্তেজিত থাকেন নিক। বর্তমানে তাঁরা এক কন্যার মা-বাবা। প্রিয়ঙ্কা ও নিক তাঁদের কন্যার নাম রেখেছেন— মালতী মেরি চোপড়া জোনাস।

Advertisement

সন্তানকে নিয়ে প্রায়ই সোহাগী ছবি ভাগ করে নেন তারকা দম্পতি। কিন্তু এক সন্তানে কি ক্ষান্ত হবেন আমেরিকার পপ তারকা? কারণ, তাঁর স্বপ্ন ছিল, অনেক সন্তানের জন্ম দেওয়ার। ২০২১-এর সাক্ষাৎকারে একাধিক সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা ভাগ করে নিয়েছিলেন নিক। তার পাশাপাশি, স্ত্রীর প্রতি ভালবাসাও প্রকাশ করেছিলেন মার্কিন তারকা।

নিক জানিয়েছিলেন, প্রিয়ঙ্কাকে নিজের জীবনে পেয়ে তিনি খুব খুশি। প্রিয়ঙ্কারও একই অনুভূতি। ভবিষ্যতে তাঁরা বড় পরিবার গঠন করতে চান। তাই একাধিক সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রিয়ঙ্কা-পতি বলেছিলেন, “দম্পতিদের মধ্যে যখন শক্তিশালী বোঝাপড়া থাকে, তখন একসঙ্গে চলার সফরটাও খুব সুন্দর হয়ে ওঠে। আমি তো অনেকগুলি সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবি।” তবে নিক এ-ও বলেন, “আমরা এখনও বিষয়টি নিয়ে ভাবছি। নিশ্চয়ই আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা দু’জনে ভাল আছি কি না, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

২০২২ সালের ১৫ জানুয়ারি সারোগেসির মাধ্যমে প্রিয়ঙ্কা ও নিক জন্ম দিয়েছিলেন মালতী মেরির।

Advertisement
আরও পড়ুন