pakistani actor

‘অত্যন্ত নিম্নরুচির পরিচয়’! ভারতীয় ক্রিকেটারদের সমালোচনায় সরব পাক অভিনেতা কুমৈল

এশিয়া কাপে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটদল। ওই ঘটনার তিন মাস পরে সমালোচনায় সরব পাক-অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭
পাক অভিনেতা কুমৈল নানজিয়ানী।

পাক অভিনেতা কুমৈল নানজিয়ানী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

ঘটনাটি গত সেপ্টেম্বর মাসের। ক্রিকেট ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে সোজা সাজঘরের দিকে হাঁটতে থাকেন ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ও শিবম দুবে। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তাঁরা। সেই ঘটনার মাসদুয়েক পরে সমালোচনায় সরব আমেরিকার বাসিন্দা পাক অভিনেতা কুমৈল নানজিয়ানী।

Advertisement

ম্যাচ শেষের পরে সাধারণত দু’দলের খেলোয়াড় একে অপরের সঙ্গে হাত মেলান। ম্যাচের শেষে আম্পায়ারদের সঙ্গেও হাত মেলান তাঁরা। দুই দলের কোচ ও অন্যান্য কর্মী মাঠে নেমে করমর্দন করেন। এটাই যে কোনও মাঠের পরিচিত চিত্র। কিন্তু, এশিয়া কাপের ওই ভারত-পাকিস্তান ম্যাচে সেই ছবি উধাও ছিল। খেলাশেষে সাজঘরে ফিরে দরজা বন্ধ করে দেয় ভারতীয় দল। মাঠে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। পাকিস্তানের কোচ ভারতের সাজঘরের কাছেও যান। কিন্তু দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তিনি।

এ বার ভারতের এই ধরনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন পাক-আমেরিকান অভিনেতা। কুমৈলের কথায়, ‘‘যেটা ভারত করেছে, তা অত্যন্ত লজ্জাজনক, রুচিহীন। খেলা এমন একটা জিনিস, যেখানে পারস্পরিক মতবিরোধ সরিয়ে রেখে একে অন্যের সঙ্গে একাত্মবোধ করে মানুষ। করমর্দন করেন তাঁরা, যাতে দু’পক্ষকেই সমান বোঝানো যায়।’’

খেলার শেষে সাংবাদিক বৈঠকে সূর্যকে প্রশ্ন করা হয়েছিল, ভারত কি ‘খেলোয়াড়ি’ মানসিকতা দেখায়নি? জবাবে তিনি বলেন, “কিছু কিছু বিষয় ‘খেলোয়াড়ি’ মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি।”

Advertisement
আরও পড়ুন