Smriti Mandhana

চার ঘণ্টা হাসপাতালে কী অবস্থায় ছিলেন পলাশ? বিয়ে পিছিয়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে অসুস্থ হন তিনি

ঠিক কী হয়েছিল পলাশের? জানিয়েছেন তাঁর মা। রবিবার অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তার পরেই পলাশ অসুস্থ হয়ে পড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২০:৫০
Palash Muchhal’s mother revealed why her son fell ill after Smriti Mandhana’s father

স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ার পরে কী হয়েছিল পলাশের? ছবি: সংগৃহীত।

রবিবার বিকেলে বসার কথা ছিল বিয়ের আসর। কিন্তু আচমকা স্মৃতি মন্ধানার বাবা অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছে তাঁর বিয়ে। সোমবার সকাল হতেই খবর আসে, হবু স্বামী পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তবে অসুস্থতা তেমন গুরুতর নয় বলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

ঠিক কী হয়েছিল পলাশের? জানিয়েছেন তাঁর মা। রবিবার অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। পলাশের মা অমিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক পলাশের। তাই ওঁর অসুস্থতার খবরে ধাক্কা খান গীতিকার। খুব ভেঙে পড়েছিলেন তিনি। তাই স্মৃতির সঙ্গে তিনিও বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশের মা বলেছেন, “পলাশের সঙ্গে ওর কাকুর খুব সুন্দর সম্পর্ক। স্মৃতির থেকেও বেশি ওদের দু’জনের সম্পর্ক বেশি ঘনিষ্ঠ। ওঁর অসুস্থতার খবর শুনে স্মৃতির আগে ও-ই সিদ্ধান্ত নেয়, বিয়েটা এখন করা যাবে না। উনি সুস্থ হলে আবার পরিকল্পনা করা যাবে।”

স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছিলেন পলাশ। তাঁর মা বলেছেন, “কাঁদতে কাঁদতে পলাশ অসুস্থ হয়ে পড়ে। ওকে চার ঘণ্টা হাসপাতালে রাখতে হয়। আইভি ড্রিপ চালু করা হয়েছিল, ইসিজি করা হয়েছিল। রিপোর্ট সব স্বাভাবিক। কিন্তু ওর মাথায় চাপ পড়েছে।” ইতিমধ্যে সাংলি থেকে মুম্বইয়ের বাড়িতে ফিরে এসেছেন পলাশ।

উল্লেখ্য, ক্রিকেটতারকার পারিবারিক চিকিৎসক নমন শাহ ও তাঁর দলের পর্যবেক্ষণে রয়েছেন স্মৃতির বাবা। যদি শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়, তা হলে তাঁকে সোমবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে বলে খবর।

Advertisement
আরও পড়ুন