Devoleena Bhattacharya's Son Row

মায়ের সঙ্গে মিল নেই, গায়ের রংও কালো! কটাক্ষ বাণের মুখে দেবলীনা ভট্টাচার্যের মাতৃত্ব?

কী দিনকাল পড়ল! একরত্তি শিশুকেও রেহাই দিচ্ছে না কেউ। তার গায়ের রং, চেহারা নিয়ে প্রতি মুহূর্তে চর্চা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১১:০৮
দেবলীনা ভট্টাচার্যের এ কী বিড়ম্বনা!

দেবলীনা ভট্টাচার্যের এ কী বিড়ম্বনা! ছবি: ইনস্টাগ্রাম।

আম জনতার কটাক্ষ থেকে রেহাই নেই একরত্তি শিশুরও। তাকে নিয়েও চলছে নিরন্তর কাটাছেড়া চলছে। এমনই ‘অভব্যতা’র সাক্ষী নাকি ‘বিগবস্‌’-খ্যাত বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। মাস ছয়েক আগে মা হয়েছেন তিনি। কোল আলো করে এসেছে পুত্রসন্তান। এর মধ্যেই কখনও তার গায়ের রং নিয়ে, কখনও তার চেহারা নিয়ে অবিরত চর্চা চলছে।

Advertisement

দেবলীনা সদ্য তাঁর স্বামী এবং সন্তানের ছবি ভাগ করে নিয়েছেন। ছবির ফ্রেমে হাসিমুখে তাঁরা তিন জন। দেবলীনা বিবরণীতে লিখেছিলেন, ‘ছোট পরিবার সুখী পরিবার’। ব্যস, সেই ছবি ঘিরে কটাক্ষের বন্যা। একদলের বক্তব্য, দেবলীনা যদি এত ফর্সা তা হলে তাঁর সন্তান এত কালো কেন! কেউ নাকি এমনও দাবি করেছেন, ফর্সা মায়ের কোলে এই শিশুকে মানায়নি!

এখানেই শেষ নয়। আর একদল ছেলের মুখে মায়ের আদল খুঁজে না পেয়ে বিস্মিত। তাঁরা দেবলীনার মাতৃত্ব নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন। দেবলীনা একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। তাই অনুরাগী সংখ্যাও অনেক। তাঁরাই তাঁর ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সমাজমাধ্যমে পাল্টা বক্তব্য রেখেছেন তাঁরাও। লিখেছেন, “সন্তানের মতো মহার্ঘ্য পৃথিবীতে আর কিছুই নেই। একমাত্র মা সেই মূল্য বোঝেন।”

Advertisement
আরও পড়ুন