EID 2025

পাতে আস্ত খাসির বিরিয়ানি! পরিবারের সকলকে নিয়ে ইফতার পার্টিতে পরী মণি, রোজ রোজা রাখছেন?

রমজান মাস চলছে। সামনেই খুশির ইদ। ইসলাম ধর্মাবলম্বীরা প্রায় প্রতি দিন উপোস করেন। সন্ধ্যার পর ইফতার সারেন। বাদ যাননি পরী মণিও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:৩১
পরী মণির ইফতার পার্টিতে কী?

পরী মণির ইফতার পার্টিতে কী? ছবি: ফেসবুক।

বলিউড থেকে বাংলা— রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র মাস। এই সময় তারকারাও সাধারণের মতোই ধর্মপালনের চেষ্টা করেন। তালিকায় বলিউডের তিন খান, রাখি সাওয়ন্ত-সহ একাধিক তারকা। একই ভাবে রমজান পালন করছেন দুই দেশের জনপ্রিয় অভিনেত্রী পরী মণিও। মঙ্গলবার সন্ধ্যায় তিনি একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা গিয়েছে, দুই সন্তানকে নিয়ে পরিবারের সকলের সঙ্গে ইফতার পার্টিতে মেতে নায়িকা। ছেলে পদ্ম বাকিদের মতো টেবিলে বসে খাওয়াদাওয়া সারছে।

Advertisement

টেবিলের উপরে সাজানো রাশি রাশি খাবার। হলুদ সালোয়ার-কামিজে পরী। সকলকে নিজ হাতে খাবার পরিবেশন করছেন। পরী কি বাকিদের মতোই রোজ রোজা রাখছেন? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কমের। নায়িকার হয়ে জবাব দিয়েছেন পরী মণির আপ্ত সহায়ক তুরান মুন্সি। তিনি বলেছেন, “দিদির ছেলে পদ্ম এখনও স্তন্যপান করে। তাই রোজ উপোস করা তাঁর পক্ষে সম্ভব নয়। যে দিন তাঁর পক্ষে রোজা রাখা সম্ভব, সে দিন তিনি তা পালনের চেষ্টা করেন। সে দিন তিনি নিখুঁত ভাবে সমস্ত নিয়ম পালন করেন।” প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েদের জন্য নিজস্ব বস্ত্রবিপণি খুলেছেন অভিনেত্রী।

বাড়িতে ইফতার পার্টিতে সকলের সঙ্গে পরী মণি।

বাড়িতে ইফতার পার্টিতে সকলের সঙ্গে পরী মণি। ছবি: ফেসবুক।

এ দিন পরী তাঁর পরিবার এবং আমন্ত্রিতদের পাতে সাজিয়ে দিয়েছিলেন রকমারি ফল, সরবত, আস্ত খাসির বিরিয়ানি, ডিম, মাংসের হালিম এবং আরও অনেক কিছু। আয়োজন করেছিল ও পার বাংলার প্রথম সারির একটি খাদ্যসংস্থা। আনন্দবাজার ডট কমের মাধ্যমে ভারতীয় দর্শক-অনুরাগীদের ইদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন