Akshay Kumar and Arshad Warsi

বিচারককে ‘মামা’ বলে সম্বোধন! বড় অভিযোগ অক্ষয় ও আরশাদের বিরুদ্ধে, সমন করল আদালত 

পুণের আদালতে দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’-কে ঘিরে সমস্যার সূত্রপাত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১২:৫১
অক্ষয় ও আরশাদের বিরুদ্ধে অভিযোগ।

অক্ষয় ও আরশাদের বিরুদ্ধে অভিযোগ। ছবি: সংগৃহীত।

বিচারব্যবস্থাকে অপমান করার অভিযোগ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির বিরুদ্ধে। পুণের আদালতে দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’-কে ঘিরে সমস্যার সূত্রপাত। ওয়াজেদ রহিম খান নামে এক আইনজীবী তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন, যার জেরে দুই তারকাকে সমন করেছে আদালত।

Advertisement

শুধু অক্ষয় ও আরশাদ নয়, ছবির পরিচালক সুভাষ কপূরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন সেই আইনজীবী। আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় দুই অভিনেতা ও পরিচালককে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ওয়াজেদ রহিমের দাবি, ছবিতে এমন কিছু বিষয় দেখানো হয়েছে যা দেশের বিচারব্যবস্থাকে অপমান করে। আদালতের কাজের ধরন নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। এক দৃশ্যে বিচারককে ‘মামা’ বলে ডাকা হচ্ছে। এই শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন আইনজীবী।

‘জলি এলএলবি’র ঝলকে দেখানো কিছু বিষয় নিয়ে আপত্তি অভিযোগকারী আইনজীবীর। সংবাদমাধ্যমকে ওয়াজেদ বলেছেন, “আইনজীবীদের সম্মান করা উচিত। আইনজীবী ও বিচারপতিদের সম্পর্কে যা যা দেখানো হয়েছে তা সম্পূর্ণ ভুল। সেই জন্যই আমি অভিযোগ জানালাম পুণে আদালতে। সেই অভিযোগের ভিত্তিতেই অক্ষয়, আরশাদ ও পরিচালককে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।”

এই অভিযোগটি ওয়াজেদ দায়ের করেছিলেন ২০২৪ সালে, ছবির প্রথম ঝলক মুক্তির ঠিক পরে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে আরও একটি ঝলক। অক্ষয় ও আরশাদ অভিনীত এই ছবি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর।

প্রথম ‘জলি এলএলবি’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল সেই ছবি। এর পরের সিক্যুয়েল মুক্তি পায় ২০১৭ সালে।

Advertisement
আরও পড়ুন