Rachna Banerjee

‘আমিও বাংলায় কথা বলি, ধরে নিয়ে যান আমাকে’ একুশে জুলাইয়ের মঞ্চে ওঠার আগে বার্তা রচনার

একুশের সমাবেশ মঞ্চে ওঠার আগে বাংলা ও বাঙালি নিয়ে কড়া সুর অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:০০

ছবি: সংগৃহীত।

বেলা ১২টার আগেই ধর্মতলা চত্বরে হাজির তৃণমূলের হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পরনে ছাইরঙা শাড়ি, ভিতরে সবুজ ফুলের কাজ। দলনেত্রীর জন্য তখন অপেক্ষায় দাঁড়িয়ে অভিনেত্রী। টলিউডের আরও অভিনেতা-অভিনেত্রী একে একে আসছেন ধর্মতলায় সমাবেশে যোগ দিতে। বরাবরের স্পষ্টবাদী রচনার মন্তব্য একাধিক বার বির্তক সৃষ্টি করলেও তিনি অকুতোভয়! এ বার একুশের মঞ্চে ওঠার আগে বাংলা ও বাঙালি নিয়ে সুর চড়ালেন অভিনেত্রী।

Advertisement

দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে হেনস্থার অভিযোগ উঠছে তারই প্রতিবাদ রচনার গলায়। এক প্রশ্নের জবাবে সাংসদ বলেন, ‘‘মাঝেমাঝে এ সব দেখে ভাষা হারিয়ে ফেলি। আমরা বাঙালি, বাংলা আমার মাতৃভাষা। আমাদের বাংলা থেকে কত মনীষী এই দেশকে গর্বিত করেছেন। এও সম্ভব! একটা মানুষ বাংলায় কথা বলছেন বলে তাঁকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে! আমিও বাংলায় কথা বলি! ধরে নিয়ে যান আমাকে। আমি বলব, বাঙালি এর উত্তর দেবে।’’ শুধু তা-ই নয়, নিজের সংসদীয় এলাকার মানুষদের পাশে যে তিনি আছেন, একুশের মঞ্চে পৌঁছে সেই বার্তাই দিতে চাইলেন সাংসদ।

Advertisement
আরও পড়ুন