Ram Kapoor

গণধর্ষণ ও যৌনতা নিয়ে পর পর আপত্তিকর মন্তব্য! রাম কপূরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

রামের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি যৌনতা নিয়ে একাধিক আপত্তিকর ও অপেশাদার মন্তব্য করেছেন। উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীও সংবাদমাধ্যমকে ঘটনার বিবরণ দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:৩৬
বিতর্কে রাম কপূর।

বিতর্কে রাম কপূর। ছবি: সংগৃহীত।

যৌনতা ও গণধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে অভিনেতা রাম কপূর। অভিনেতা ব্যস্ত ছিলেন তাঁর আসন্ন ওয়েব সিরিজ় ‘মিস্‌ট্রি’ নিয়ে। কিন্তু তাঁর মন্তব্য নাকি সিরিজ়ের কলাকুশলীদেরই অস্বস্তিতে ফেলেছে। তাই সমস্ত প্রচার সংক্রান্ত অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতাকে।

Advertisement

রামের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি যৌনতা নিয়ে একাধিক আপত্তিকর ও অপেশাদার মন্তব্য করেছেন। উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীও সংবাদমাধ্যমকে ঘটনার বিবরণ দিয়েছেন। সেই অনুষ্ঠানে অভিনেত্রী মোনা সিংহের পাশে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন রাম। তখনই যৌনতা প্রসঙ্গে কথা বলতে শুরু করেন, যার ফলে সিরিজ়ের বাকি অভিনেতা ও কলাকুশলী অস্বস্তিতে পড়েন।

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে বলেছেন, “সেই দিন একের পর এক সাক্ষাৎকার দিচ্ছিলেন রাম কপূর। তখন কাজের চাপ বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, ‘গণধর্ষিত হওয়ার মতো মনে হচ্ছে’।” এক সাংবাদিকও রামের মুখে এই মন্তব্য শুনেছেন বলে জানিয়েছেন।

এখানেই শেষ নয়। যত দিন গড়িয়েছে, অভিনেতা ততই নাকি আরও আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। শুধুই সাংবাদিকদের নয়, জনস‌ংযোগদল ও কলাকুশলীদের উদ্দেশেও নাকি কুমন্তব্য করেন তিনি। কলাকুশলীদের মধ্যে এক সদস্য সংবাদমাধ্যমকে বলেছেন, “আমার সহকর্মীর পোশাকের ঝুল নিয়েও মন্তব্য করা হয়েছে। তিনি বলেছিলেন, পোশাকের ঝুল দেখে তিনি নাকি কাজে মন দিতে পারছেন না। আমরা পরে ভেবে দেখি, সারাদিনে কী কী খারাপ মন্তব্য করেছেন তিনি।”

ঘটনার পরের দিনই রাম কপূরকে প্রচার সংক্রান্ত সমস্ত অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে রামের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

Advertisement
আরও পড়ুন