New Bengali Mega Of Leena Gangopadhyay

মধুমিতা-রণিতা-দীপান্বিতা, তিন নায়িকাই এক ধারাবাহিকে! কবে, কোথায় দেখা যাবে তাঁদের?

তিনজনেই অনেক দিন ছোট পর্দা থেকে দূরে। তিনজন কি একই ধারাবাহিকে ফিরতে চলেছেন, না কি তিনটি নতুন ধারাবাহিক আসছে ছোট পর্দায়?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৫:৩৫
মধুমিতা সরকার, দীপান্বিতা রক্ষিত, রণিতা দাস-- কার ভাগ্যে শিঁকে ছিড়বে?

মধুমিতা সরকার, দীপান্বিতা রক্ষিত, রণিতা দাস-- কার ভাগ্যে শিঁকে ছিড়বে? ছবি: সংগৃহীত।

একই ধারাবাহিকে তিন নায়িকা, না কি আলাদা তিনটি ধারাবাহিক আসছে? জোর গুঞ্জন টেলিপাড়ায়।

Advertisement

মধুমিতা সরকার, রণিতা দাস, দীপান্বিতা রক্ষিত— তিন নায়িকা অনেক দিন ছোট পর্দা থেকে দূরে। মধুমিতাকে শেষ দেখা গিয়েছে ২০১৮-য়, ‘কুসুমদোলা’ ধারাবাহিকে। এখনও পর্যন্ত রণিতার শেষ কাজ ২০১১-র ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিক। দীপান্বিতাকে দর্শক এখনও পর্যন্ত দেখেছেন একটিই ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’তে। ২০২২-এর এই ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। প্রথম ধারাবাহিক তুমুল জনপ্রিয়তা দিয়েছিল তাঁকে। দীপান্বিতা এর পর নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স ডান্স জুনিয়র’-এ বিচারকের আসনে ছিলেন। কোনও ধারাবাহিকে নয়।

বুধবার সকাল থেকে টেলিপাড়ার অন্দরে চর্চা, তিনজনে নাকি একটি নতুন ধারাবাহিকের জন্য ‘লুক টেস্ট’ দিয়েছেন। স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী ধারাবাহিকের নায়ক-নায়িকা বাছাই পর্ব চলছে। এঁরা তিনজনেই সেই ধারাবাহিকের নায়িকার তালিকায় রয়েছেন। প্রসঙ্গত, রণিতা লীনার ধারাবাহিকের জন্য ‘লুক টেস্ট’ দিয়েছেন, এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। এবং তিন নায়িকার মধ্যে মধুমিতা এবং রণিতা এর আগে লীনার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

শন বন্দ্যোপাধ্যায়কে পছন্দ লীনা গঙ্গোপাধ্যায়ের?

শন বন্দ্যোপাধ্যায়কে পছন্দ লীনা গঙ্গোপাধ্যায়ের? ছবি: সংগৃহীত।

চয়ো

এখানেই শেষ নয়, নায়কের ভূমিকায় নাম উঠেছে শন বন্দ্যোপাধ্যায়ের। কানাঘুষোয় শোনা যাচ্ছে গৌরব চট্টোপাধ্যায়ের নামও। যদিও গৌরব এই মুহূর্তে ব্যস্ত ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ নিয়ে।

তা হলে কার ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে? কে হবেন লীনার নতুন ধারাবাহিকের নায়িকা?

সবিস্তার জানতে বহু জনপ্রিয় ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্যকার লীনার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল। তিনি এখনই তাঁর নতুন ধারাবাহিক নিয়ে মুখ খুলতে রাজি নন। তবে তিনি আগামী ধারাবাহিকের চিত্রনাট্য মেনে ছোট পর্দার এই প্রজন্মের নায়কদের মধ্যে কাউকে বেছে নিতে চলেছেন, সে খবর জানা গিয়েছে। তাই কৌশিক রায় বা ঋষি কৌশিকের মতো অভিনেতাকে এই ধারাবাহিক থেকে সরিয়েই রেখেছেন তিনি। কারণ, ধারাবাহিক জনপ্রিয় হলেও আরও একটি ‘চিরসখা’ এখনই আনবেন না লীনা।

Advertisement
আরও পড়ুন