Ranveer Singh

জন্মদিনে রক্তাক্ত মুখ, উস্কো খুস্কো চুল! খারাপ মানুষ হতে চাইছেন দুয়ার বাবা রণবীর?

কী হল রণবীরের? বাবা হওয়ার পরে প্রথম জন্মদিন অভিনেতার। তাই এই জন্মদিন আরও বিশেষ রণবীরের কাছে। কিন্তু তা সত্ত্বেও কেন সমাজমাধ্যম থেকে সব ছবি সরিয়ে দিলেন তিনি? মন ভাল নেই অভিনেতার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৩:১০
জন্মদিনে চমকে দিলেন রণবীর।

জন্মদিনে চমকে দিলেন রণবীর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জন্মদিনেই চমকে দিলেন রণবীর সিংহ। ৫ জুলাই, জন্মদিনের ঠিক আগের রাতে অভিনেতার ইনস্টাগ্রাম দেখে চমকে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। নিজের সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছেন তিনি। প্রশ্ন ওঠে, কী হল রণবীরের?

Advertisement

বাবা হওয়ার পরে প্রথম জন্মদিন অভিনেতার। তাই এই জন্মদিনটি আরও বিশেষ রণবীরের কাছে। কিন্তু তা সত্ত্বেও কেন সমাজমাধ্যম থেকে সব ছবি সরিয়ে দিলেন তিনি? মন ভাল নেই অভিনেতার? দীপিকার সঙ্গে বিয়ের ছবিও সরিয়ে দিলেন? দাম্পত্য ঠিক রয়েছে তো? এমন নানা প্রশ্নে ছেয়ে যায় সমাজমাধ্যম।

ছবিগুলি সরিয়ে দিয়ে রণবীর লিখেছিলেন, ‘১২:১২’। এই সংখ্যা তাৎপর্যপূর্ণ। ঠিক সেইমতোই রবিবার অর্থাৎ জন্মদিনে দুপুর বারোটা বারোয় নিজের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন রণবীর।

জন্মদিনে রণবীরের বেশ।

জন্মদিনে রণবীরের বেশ।

ঝলকের শুরুতেই বলা হচ্ছে, “খারাপ হওয়ার সময় হয়ে এসেছে।” লম্বা চুল, একমুখ দাড়ি। রক্তাক্ত মুখ, তীক্ষ্ণ দৃষ্টি। কোথাও কোথাও রণবীরের এই চেহারা মনে করিয়ে দিয়েছে ‘পদ্মাবৎ’-এর আলাউদ্দিন খিলজীর কথা। তবে এই চরিত্র সম্পূর্ণ আলাদা বলেই জানা যাচ্ছে। আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ঝলকের আবহ সঙ্গীতও অবাক করেছে নেটাগরিককে। ঝলকের সঙ্গে ক্যাপশনে রণবীর লিখেছেন, “এক নরকের উদয় হবে এবং অপরিচিত পুরুষদের গল্প প্রকাশ্যে আনবে।”

ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন, অর্জুন রামপাল। ছবি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন