করিশ্মা-অজয়ের সম্পর্ক প্রসঙ্গে কী বলেছিলেন রবিনা টন্ডন? ছবি: সংগৃহীত।
বলিউডে কান পাতলে এমন অনেক ঘটনার কথাই উঠে আসে, যা কিছু কিছু সময় অবিশ্বাস্য বলে মনে হয়। অনেক তারকা প্রকাশ্যে ফাঁস করেন ব্যক্তিগত ঘটনা। আবার কেউ কেউ আড়ালেই রাখেন। যেমন অভিনেত্রী রবিনা টন্ডন বরাবরই প্রকাশ্যে নিজের প্রেমজীবন নিয়ে আলোচনা করেছেন। এক সময় নাকি অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে ছিলেন রবিনা। প্রেম ভাঙায় অজয় সম্পর্কে কী বলেছিলেন নায়িকা?
ইন্ডাস্ট্রির অন্দরে এক সময় কানাঘুষো ছিল, অজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন রবিনা। একসঙ্গে ছবিও করেছিলেন তাঁরা। কিন্তু পরে নাকি করিশ্মা কপূরের জন্য রবিনার সঙ্গে প্রতারণা করেন অজয়। অজয় যদিও কখনও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে আলোচনা করেননি। এক বার এক সাক্ষাৎকারে রবিনা বলেছিলেন, “করিশ্মা অজয়কে নিজের কাছেই রাখুক। আমার ওর প্রতি কোনও আগ্রহ নেই। যদি করিশ্মা, অজয়ের কখনও সন্তান হয় তাদের দেখতে হবে জ়েব্রার মতো।”
এই খবর প্রকাশ্যে আসার পরে, খুবই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। রবিনা যে এই ধরনের কথা বলতে পারেন তা আশা করেননি রবিনার অনুরাগীরা। এর আগে অক্ষয় কুমারের সঙ্গে রবিনার সম্পর্ক নিয়েও বিপুল আলোচনা হয়েছিল। তাঁদের তো বাগ্দানও হয়ে গিয়েছিল। পরে রবিনাই সেই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন।