Tollywood gossip

একসঙ্গে কাটানো সময়ের ছবি সরিয়ে দিলেন! তবে কি চিড় ধরেছে শ্রীমা-ইন্দ্রনীলের সম্পর্কে?

শ্রীমার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের কথা বার বার উঠে এসেছিল সমাজমাধ্যমে। যদিও নিজেদের আনুষ্ঠানিক ভাবে কখনওই ঘোষণা করেননি তাঁরা। কিন্তু শোনা যেত গৌরব রায়চৌধুরীর সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ইন্দ্রনীলকেই মন দিয়েছিলেন শ্রীমা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৫
Rumored couple Shreema Bhattacharya and Indranil Chatterjee reportedly parted their ways

সম্পর্কে চিড় শ্রীমা-ইন্দ্রনীলের? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে কাজে মন দিয়েছেন শ্রীমা ভট্টাচার্য, সেই সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এ দিক সে দিক। গত বছর পায়ে চোট লাগার পরে কাজ ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে। থাকতে হয়েছিল বিশ্রামে। সুস্থ হওয়ার পরে শুধুই কাজ ও বেড়ানো নিয়ে ভাবছেন অভিনেত্রী। ভ্রমণের নানা মুহূর্তও উঠে এসছে সমাজমাধ্যমে। কিন্তু কোথাও নেই ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের ছবি।

Advertisement

শ্রীমার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের কথা বার বার উঠে এসেছিল সমাজমাধ্যমে। যদিও আনুষ্ঠানিক ভাবে তা কখনওই ঘোষণা করেননি তাঁরা। কিন্তু শোনা যেত গৌরব রায়চৌধুরীর সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ইন্দ্রনীলকেই মন দিয়েছিলেন শ্রীমা। ২০২৩ সালে ক্রাবি দ্বীপে বেড়াতে গিয়েছিলেন তিনি, ছবি ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। একই সময়ে একই জায়গা থেকে ছবি ভাগ করে নিয়েছিলেন ইন্দ্রনীলও। সেই থেকেই জল্পনা শুরু। পরবর্তীকালে একসঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন দু’জনই। কিন্তু কোথাও নিজেদের সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেননি তাঁরা। ইন্দ্রনীল অবশ্য দাবি করেছিলেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। যদিও টলিপাড়ায় নাকি তাঁদের সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’।

সেই সম্পর্কে নাকি দাঁড়ি পড়েছে। শ্রীমা ও ইন্দ্রনীলের ভাগ করে নেওয়া ছবি হঠাৎ উধাও হয়ে গিয়েছে সমাজমাধ্যম থেকে। দু’জনেই মুছে দিয়েছেন সেই সব ছবি! এমনকি ইন্দ্রনীলকে ইনস্টাগ্রামে আর অনুসরণ করেন না শ্রীমা। ইন্দ্রনীল অবশ্য এখনও অভিনেত্রীকে অনুসরণ করেন। কিন্তু তাঁদের সমাজমাধ্যম দেখে অনুরাগীরা মনে করছেন, সত্যিই দূরত্ব তৈরি হয়েছে দু’জনের মধ্যে। এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।

Advertisement
আরও পড়ুন