New Tollywood News Update

গান গাইবেন, অভিনয় করবেন, টলিউডের প্রথম সারির এই নায়িকার সঙ্গে দুষ্টুমিও করবেন সাহেব?

একের পর এক ছবি, সিরিজ়ে কাজ করছেন। পাশাপাশি, ছবিতে গানও গাইছেন! আর কী কী করছেন সাহেব?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৫:৫১
শুভশ্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কী করবেন সাহেব চট্টোপাধ্যায়?

শুভশ্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কী করবেন সাহেব চট্টোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরেই সাহেব চট্টোপাধ্যায় ধূসর চরিত্রে। সিরিজ় ‘বিজয়া’ তার হাতেগরম প্রমাণ। কিংবা সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’। খবর, সেই ধারা বজায় রেখেই অদিতি রায়ের আগামী রহস্যধর্মী সিরিজ়ে আবার দাপুটে খলনায়ক তিনি। মুখ্য ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এও শোনা যাচ্ছে, উভয়েই সিরিজ়ের গুরুত্বপূর্ণ দুই স্তম্ভ। প্রযোজনায় হইচই ওয়েব প্ল্যাটফর্ম।

Advertisement

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। সাহেব ফোনে সাড়া দেননি।

তা হলে কি অভিনেতা আগের মতো আর ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন না? সাহেবের চেহারার সঙ্গে ধূসর চরিত্র কতটা খাপ খায়?

এই প্রশ্নের উত্তর মিলেছে আরও একটি খবরে। সিরিজ়ের পাশাপাশি তিনি একটি ছবিতে অভিনয় করবেন। সেই ছবিতে তিনি গায়ক-অভিনেতা। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এসভিএফ প্রযোজনা সংস্থার ‘বামাক্ষ্যাপা’ ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। সাধকের চরিত্রে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। অভিনেতা ছোট পর্দায় এর আগে একই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন। সেই ছবিতে তিনি সাধকের বাবা ‘সর্বানন্দ চট্টোপাধ্যায়’-এর ভূমিকায় অভিনয় করবেন।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সাধক বামাক্ষ্যাপা খুবই অল্প বয়সে তাঁর বাবাকে হারান। সর্বানন্দের মৃত্যু হয়েছিল আনুমানিক চল্লিশ বা বিয়াল্লিশ বছর বয়সে। সেই চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ছবির সুরের দায়িত্বে পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনিই সাহেবকে ছবিতে বামাক্ষ্যাপার কণ্ঠে ব্যবহৃত সমস্ত গান গাওয়ার অনুরোধ জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন