Salman Khan

নিত্যদিন মৃত্যুভয়! খ্যাতি-যশ থেকেও নাকি একা, ২৫ বছরে কী কী খুইয়েছেন সলমন?

এক কামরার ফ্ল্যাটে থাকেন সলমন খান। প্রেম ভেঙেছে একাধিক বার। বিয়ে করেননি। ব্যস্ততার মধ্যে থাকলেও কী হারিয়ে ফেলার ভয় পান?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯
একাকীত্বে ভুগছেন সলমন খান!

একাকীত্বে ভুগছেন সলমন খান! ছবি: সংগৃহীত।

সদ্য শেষ হয়েছে ‘বিগ বস্ ১৯’-এর সঞ্চালনার কাজ। যদিও দেশে-বিদেশে অনুষ্ঠান, সিনেমার কাজ থাকে প্রায়ই। প্রায় সারাবছরই ব্যস্ততার মধ্যে কাটে তাঁর। বাড়তি সংযোজন গ্যাংস্টারদের চোখরাঙানি। প্রায় সময়েই প্রাণনাশের হুমকি পান। তবু সব উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন। এ বার নিজের জীবনের আক্ষেপের কথা তুলে ধরলেন সলমন খান। জানালেন গত ২৫ বছরে শুধুই হারিয়েছেন।

Advertisement

নাম–খ্যাতি-যশ কোনও কিছুর অভাব নেই। কিন্তু তাও সলমন বড্ড একা। থাকেন এক কামরার ফ্ল্যাটে। প্রেম ভেঙেছে একাধিক বার। বিয়ে করেননি। ব্যস্ততার মধ্যে থাকলেও হারিয়ে ফেলার ভয় পান। সব থেকেও যেন এক ধরনের নিস্তেজ জীবনযাপন করেন বলে দাবি অভিনেতার। আক্ষেপের সুরেই বলেন, ‘‘গত ২৫ বছরে কারও সঙ্গে নৈশভোজে যাইনি। কাজ ও শুটিংয়েই কেটে যাচ্ছে জীবন। হয় শুটিং সেটে রয়েছি, নয়তো বাড়িতে, নয়তো কোনও হোটেলে। জীবনযাপনের এমন সীমাবদ্ধতার জন্য বহু বন্ধুকে হারিয়েছি। শুধু তা-ই নয়। এখন হাতে গোনা চার-পাঁচটে বন্ধুই রয়েছে আমার।’’ যদিও অভিনেতা তাঁর অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ, বছরের পর বছর ধরে এ ভাবে তাঁর পাশে থাকার জন্য। আসলে খ্যাতির সঙ্গে যে বিড়ম্বনাও আসে, সেই কাহিনিই তুলে ধরলেন সলমন।

Advertisement
আরও পড়ুন