Salman Khan

সলমনের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ চার নাবালক, কী হল তাদের পরিণতি?

দিল্লির তিন নাবালক ও মহারাষ্ট্রের এক জন কিশোর সলমনের সঙ্গে দেখা করার আশায় বাড়ি থেকে বেরনোর পর থেকেই নিখোঁজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৪:৪৪
Salman Khans Fans From Delhi Go Missing Trying To Meet Actor

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রায় প্রতি দিন হুমকি-বার্তা পান সলমন খান। প্রতি মুহূর্তে মৃত্যুভয় তাড়া করে ফেরে তাঁকে। তার উপরে একাকিত্ব বোধ। চার পাশে কড়া নিরাপত্তার মাঝেই বিচরণ। দু’মিনিট স্বস্তির নিঃশ্বাসও নিতে পারেন না বলে আক্ষেপ রয়েছে সলমনের। এক দিকে লরেন্স বিশ্নোইয়ের হুমকি, তার মাঝে একের পর এক কাজ। যদিও অনুরাগীরা উৎকণ্ঠায় থাকেন তাঁদের প্রিয় তারকাকে নিয়ে। সম্প্রতি দিল্লির চার নাবালক সলমনের সঙ্গে দেখা করার আশায় বড়ি থেকে বেরনোর পর থেকেই নিখোঁজ। চার দিন পর তাঁদের উদ্ধার করা হয় নাসিক স্টেশন থেকে।

Advertisement

কারও বয়স ৯, কেউ আবার ১২। যার মধ্যে তিন জন দিল্লির বাসিন্দা, এক জন মহারাষ্ট্রের। এ হেন চার নাবালক ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। মুম্বইয়ে গিয়ে সলমনের সঙ্গে দেখা করবে বলে। যাঁদের মধ্যে তিন নাবালক একটি এক্সপ্রেস ট্রেনে উঠে আজমীর গেট স্টেশনে নামে। আরেক জন মহারাষ্ট্রের জালনা এলাকার বাসিন্দা নাম ওয়াহিদ। শেষ যে স্টেশন থেকে তাঁরা ট্রেনে উঠেছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ খোঁজ শুরু করে ওই নাবালকদের। ওয়াহিদের ফোনের গতিবিধি দেখে শেষমেশ ওই তিন নাবালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় নাসিক স্টেশন থেকে।

প্রতিদিন সলমনের বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। তাঁর মধ্যে থেকে কেউ কেউ দেখা করার নাম করে সলমনের ঘরে ঢোকার চেষ্টাও করেন বলে জানিয়েছিলেন সলমন নিজেই। যদিও এখন সেই ভয় নেই। কারণ দিনকয়েক আগেই বারান্দায় বুলেট প্রতিরোধক কাচ বসিয়েছেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন