Aryan Khan

আরিয়ানকে মনে করিয়ে দিলেন ‘মাদক’ কাণ্ডের কথা! বিশেষ প্রদর্শনে কী কাণ্ড বাধালেন সময় রায়না?

চলতি বছরেই নিজের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কৌতুকশিল্পী। এ বার আরিয়ান খানের সিরিজ়ের বিশেষ প্রদর্শনে গিয়ে বিতর্ক তৈরি করলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬
আরিয়ানের মাদক কাণ্ড নিয়ে খোঁচা সময়ের।

আরিয়ানের মাদক কাণ্ড নিয়ে খোঁচা সময়ের। ছবি: সংগৃহীত।

আরিয়ান খানের মাদক কাণ্ড নিয়ে মশকরা করলেন সময় রায়না। চলতি বছরেই নিজের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কৌতুকশিল্পী। এ বার পরোক্ষ ভাবে সেই এনসিবি-কেই (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো) খোঁচা দিয়ে বিতর্কে সময়।

Advertisement

মুক্তি পাচ্ছে আরিয়ানের প্রথম পরিচালিত কাজ ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। বুধবার রাতে ছিল সেই সিরিজ়ের বিশেষ প্রদর্শন। তারকাদের মেলা বসেছিল সেখানে। আর ঠিক তখনই আরিয়ানের ‘ক্রুজ়’ কাণ্ড মনে করিয়ে দিলেন সময়। এই বিশেষ প্রদর্শনে উপস্থিত ছিলেন সময়ও। তিনি একটি কালো রঙের টি-শার্ট পরে এসেছিলেন। তার উপরে লেখা, “সে নো টু ক্রুজ়”। এর পরেই প্রশ্ন ওঠে, সময়ের ইঙ্গিত কি এনসিবি-র দিকে?

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ের ঝলকে এনসিবি-কে খোঁচা দিয়েছিলেন স্বয়ং আরিয়ান খান। সেই ঝলকে দেখা গিয়েছিল, সংশোধনাগার থেকে বেরিয়ে আসছেন সিরিজ়ের অভিনেতা লক্ষ্য। তাঁকে দেখে এক পুলিশকর্মী বলেন, “চিন্তা কোরো না। ভিতরে থাকলে লোকজন আরও বেশি বিখ্যাত হয়ে যায়।”

২০২১ সালের ৩ অক্টোবর শাহরুখ-পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ় পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ২৫ দিন সংশোধনাগারে থাকার পরে ছাড়া পেয়েছিলেন তিনি। ২০২২ সালের মে মাসে সমস্ত রকমের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও এই একই অনুষ্ঠানের জেরে বিতর্কে জড়িয়েছিলেন সময়। তাঁর অনুষ্ঠানে এক প্রতিযোগীকে রণবীর ইলাহাবাদিয়া বলেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের জন্য শীর্ষ আদালতের পক্ষ থেকে সময়কে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন