Sara Ali Khan

আদিত্য ও অর্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জন! এ দিকে ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন সারা?

এক দিকে আদিত্য, অন্য দিকে অর্জুন, কাকে শেষ পর্যন্ত মন দিয়েছেন সারা? না কি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৭:৪৮
আদিত্য-অর্জুনের সঙ্গে গুঞ্জনের মাঝে সঙ্গী খুঁজছেন সারা?

আদিত্য-অর্জুনের সঙ্গে গুঞ্জনের মাঝে সঙ্গী খুঁজছেন সারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘মেট্রো ইন দিনো’ ছবির প্রচারে আদিত্য রায় কপূরের সঙ্গে সারা আলি খানের রসায়ন নজর কেড়েছে নেটাগরিকদের। আদিত্যের সঙ্গে নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ছিলেন ক্যামেরার সামনেই, দাবি তাঁদের। তা হলে কি পর্দার বাইরেও প্রেমের রসায়ন তৈরি হয়েছে তাঁদের মধ্যে? এই প্রশ্ন উঠেছে বার বার। তবে কয়েক মাস আগেই রাজনীতির জগতের অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সারার। একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁদের। এক দিকে আদিত্য, অন্য দিকে অর্জুন— কাকে শেষ পর্যন্ত মন দিয়েছেন সারা? না কি এ বার ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন তিনি? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

সম্পর্কের ক্ষেত্রে ঠিক কেমন মানুষ পছন্দ সারার? অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সঙ্গীকে সবার আগে সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এমন সচরাচর ঘটে না বলে মনে করেন সারা। অভিনেত্রী আরও বলেন, “পুরুষেরাই সব সময় রেস্তরাঁর বিল দেবেন, এমন আমি মানি না। ভাগ করে নেওয়া উচিত। আমি কোথায় যাচ্ছি, কী করছি, সে সব জানতে চাইলেও আমার কোনও অসুবিধা নেই। তবে মোবাইলে যদি ‘ট্র্যাকার’ লাগিয়ে আমাকে অনুসরণ করা হয় অথবা আমাকে যদি কথায় কথায় প্রমাণ দিতে হয়, তা হলে সমস্যা হতে পারে।”

তা হলে এমন সঙ্গী কি ডেটিং অ্যাপ খুঁজছেন সারা? অভিনেত্রী জানান, তিনি কখনওই ডেটিং অ্যাপ ব্যবহার করেননি। সারা বলেন, “আমি কখনও ডেটিং অ্যাপ ব্যবহার করিনি। অনেকেই এই অ্যাপ ব্যবহার করে, তা নিয়ে কোনও অসুবিধাও নেই। কিন্তু আমার মনে হয়, একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই তাঁকে বোঝা যায়। সব কিছুই আজকাল ডিজিটাল হয়ে গিয়েছে ঠিকই। তা বলে সঙ্গীকেও যদি সেই ডিজিটাল মাধ্যমেই খুঁজতে হয়, সেটা আমার খুব একটা ভাল লাগবে না।”

Advertisement
আরও পড়ুন