কী হয়েছিল সারার সঙ্গে? ছবি: সংগৃহীত।
হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ সারা খান। ‘বিগ বস্’ এর প্রতিযোগী থেকে হিট ধারাবাহিকের নায়িকা তিনি। যদিও মাঝেমধ্যে নিজের পোশাকের কারণে রক্ষণশীলদের সমালোচনার মুখে পড়েন। মাঝে একটি বিতর্কিত ফটোশ্যুটের পর থেকে সে ভাবে প্রচারের আলোয় নেই সারা। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানের মার্জার সরণিতে হাঁটতে গিয়ে হেনস্থার শিকার হতে হল তাঁকে। ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
গত ১৮ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। একাধিক শো করেছেন তিনি। সম্প্রতি দিল্লিতে চূড়ান্ত হেনস্থা হতে হয় তাঁকে। পরিস্থিতি এমন হয় যে সে দিন মার্জার সরণিতে আর হাঁটা হয়নি সারার। তিনি বলেন, ‘‘প্রায় ১৮ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং এটি আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। ২ অগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে আমার যোগ দেওয়ার কথা ছিল। শহরটিকে আমি সব সময়েই ভালবাসি। শহরটাও সব সময়েই আপন করে নিয়েছে। তবে, আয়োজকরা তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী মৌলিক নিরাপত্তা, আতিথেয়তা এবং প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাঁরা কোনও নোটিস ছাড়াই হোটেল পরিবর্তন করে আমাকে একটি অজানা এবং গা ছমছমে জৌলুসহীন জায়গায় রেখে যায়। সাহায্য করার মতো কেউ ছিল না। একমাত্র ব্যবস্থা ছিল একটি গাড়ি। যখন গাড়িটা নিতে অস্বীকার করি তখন আয়োজকদের একজন আমার দলের সদস্যদের হুমকি দিয়ে বলেন, আমাকে আমার ফিরতি বিমানের টিকিট নিজেকেই কেটে নিতে হবে এবং আমার দলের সুরক্ষার ব্যবস্থা আমার নিজের।’’ ন্যূনতম সম্মান তো পানইনি। বরং তিনি মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হয়েছেন বলেই দাবি করেন সারা।