Sara Tendulkar Shubman Gill

‘আমাকে বোকা বানাতে পারবে না’ কড়া বার্তা দিয়ে পদক্ষেপ সারার, পাল্টা শুভমনেরও!

২০২০ সাল থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন। এ বার শুভমনের বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন সারা! পাল্টা শুভমন করলেন কোন পদক্ষেপ!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:২০
সারা-শুভমনের প্রেমে ভাঙন!

সারা-শুভমনের প্রেমে ভাঙন! ছবি: সংগৃহীত।

এক জন জন ভারতীয় ক্রিকেটের ‘ঈশ্বর-কন্যা’, অন্য জন ক্রিকেট দুনিয়ার উদীয়মান তারকা। কানাঘুষো, তাঁরা নাকি প্রেম করছেন। গত কয়েক বছর ধরেই তাই নজর রয়েছে শুভমন গিল ও সচিন-কন্যা সারা তেন্ডুলকরের উপর।

Advertisement

শুভমনের খেলা দেখতে মাঠে যান সারা, সমাজমাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য করেন। বলিউডের বিভিন্ন পার্টিতেও একাধিক বার তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে। এ বার সেই শুভমনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন সারা! পাল্টা শুভমনও করলেন পদক্ষেপ!

শুভমনের কেরিয়ার যেমন ঊর্ধ্বমুখী, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে কানাঘুষো কম নেই। কখনও পঞ্জাবি ছবির নায়িকার সঙ্গে নাম জড়ায় তাঁর, কখনও আবার খ্যাতনামী নেটপ্রভাবী অবনীত কৌরের সঙ্গে প্রেমের গুঞ্জন। এ দিকে ২০২০ সাল থেকেই শোনা যাচ্ছিল সম্পর্কে রয়েছেন সারা-শুভমন। আইপিএল হোক কিংবা একদিনের আন্তর্জাতিক— শুভমন খেললে মাঠে উপস্থিত থাকেন সারা। ময়দানে সাফল্য এলে মুখের অভিব্যক্তি বদলে যেত তাঁর। কিন্তু এ বার সারা ও শুভমন একে অপরকে ‘আনফলো’ করে দিলেন ইনস্টাগ্রামে। সমাজমাধ্যমে আর জুড়ে থাকতে চান না তাঁরা। শুধু তা-ই নয়, দিন কয়েক আগেই সারা একটি ইঙ্গিত পূর্ণ পোস্টে লিখেছিলেন, ‘‘আমাকে বোকা বানাতে পারবে না।’’

তবে কি একের পর এক সম্পর্কের গুঞ্জন তৈরি হওয়ায় শুভমনের উপর চটেছেন সারা! শুভমনও সারার থেকে দূরত্ব বাড়ালেন। তবে কি মনভাঙার জল্পনায় সিলমোহর দিলেন তাঁরা! যদিও সম্পর্ক নিয়েও কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা।

Advertisement
আরও পড়ুন