(বাঁ দিকে) শাহরুখ খান, (ডান দিকে) লিওনেল মেসি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।
শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় আসছেন শাহরুখ খান। এ শহরের সঙ্গে তাঁর ‘প্রাণের সম্পর্ক’ থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বা তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের কোনও ম্যাচের ব্যাপারে নয়। ১৩ ডিসেম্বর শহরে পা দিচ্ছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সেই কারণেই শহরে আসছেন শাহরুখ খান।
এমনিতেই কলকাতায় উত্তেজনার পারদ চড়ছে মেসিকে ঘিরে। এই নিয়ে দ্বিতীয় বার কলকাতায় আসছেন মেসি। তাঁকে শহরে স্বাগত জানাতে উপস্থিত থাকছেন শাহরুখ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘এ বার একেবারেই আমার নাইটদের জন্য শহরে আসছি না।’’ নিজের স্বভাবিদ্ধ রসবোধ দিয়ে লেখেন, ‘‘আশা করছি, এ বার ভ্রমণটা বড্ড ‘মেসি’ হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ১৩ ডিসেম্বর, সল্টলেক স্টেডিয়ামে।’’
ইতিমধ্যে শহরে মেসির একটি ৭০ ফুট লম্বা মূর্তি তৈরি করা হয়েছে বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে। ৪০ দিন ধরে শিল্পী মন্টি পাল এই মূর্তিটি তৈরি করেছেন। এর আগে যে বার শহরে আসেন মেসি, তখন ভেনেজ়ুয়েলার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেন ফুটবলতারকা।