Shah Rukh Khan

প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল, দায়ের হয় এফআইআর, শাহরুখ-দীপিকার আইনি জটের কী ভবিষ্যৎ?

দিন কয়েক আগেই আইনি জটিলতায় জড়ান শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। আপাতত কী জানাল আদালত? পোস্ট কপি: কী জানাল আদালত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭
আইনি জটে দীপিকা-শাহরুখ।

আইনি জটে দীপিকা-শাহরুখ। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামে রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার হয়ে এই দুই তারকা এমন এক গাড়ির প্রচার করেন, যাতে প্রযুক্তিগত একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ। আপাতত ওই মামলায় আদালতে স্বস্তি পেলেন দুই তারকা।

Advertisement

ভরতপুরের বাসিন্দা কীর্তি সিংহ, হরিয়ানার সোনীপত থেকে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকা দিয়ে ওই গাড়ি কেনেন ২০২২ সালের জুন মাসে। মাত্র ৬-৭ মাস ব্যবহারের পরেই, একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা দিতে থাকে বলে দাবি অভিযোগকারীর। দ্রুত গতিতে চালালে বিকট শব্দ, গাড়ি কাঁপার মতো সমস্যা হতে থাকে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। সংস্থার কাছে গিয়ে সাহায্য চাইলে, গাড়ি তৈরির ত্রুটি বলে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। কীর্তি এ বিষয়ে ভরতপুরের সিজেএম কোর্ট নং ২-এ অভিযোগ দায়ের করেন। আদালত মথুরা গেট থানাকে একাধিক ধারায় এফআইআর করতে নির্দেশ দিয়েছিল। ওই অভিযোগে নাম জড়ায় শাহরুখ ও দীপিকারও। তদন্ত চালু হয়। তবে আপাতত দুই তারকার বিরুদ্ধে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।

এই সংস্থার সঙ্গে ১৯৯৮ থেকে যুক্ত কিং খান। বলাই বাহুল্য, এই সংস্থার অন্যতম জনপ্রিয় মুখ তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে এই সংস্থার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন ‘পাঠান’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত বছর, সংস্থার একটি বিজ্ঞাপনে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। তার পরই তাঁদের বিরুদ্ধে এই মামলা। দুই তারকার আইনজীবী আদলতে যান। তাঁরা জানান, কোনও ব্র্যান্ডের জিনিসের গুণগত গুণগত মানের উপর কোনও তারকার হাত থাকে না। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৫ সেপ্টেম্বর।

Advertisement
আরও পড়ুন