Shah Rukh-Priyanka

‘ওর কোন বিষয়ে যৌন আবেদন বেশি?’ স্পষ্ট জানিয়েছিলেন প্রিয়ঙ্কা! নায়িকাকে কেন ইঁদুর বলেছিলেন শাহরুখ?

‘ডন’ ছবিতে জুটি বেঁধেছিলেন দুই তারকা। ছবির সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনও রাখঢাক ছিল না প্রিয়ঙ্কার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:২৫
Shah Rukh Khan once compared Priyanka Chopra with a rat

প্রিয়ঙ্কাকে কেন ইঁদুর বলেছিলেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের কোন বিষয়টা সবচেয়ে ‘যৌন আবেদনময়’? অকপটে উত্তর দিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। শাহরুখকে তিনি চোখে হারান, এ কথা বার স্বীকার করেছিলেন অভিনেত্রী। একসঙ্গে জুটি বাঁধার আগে থেকেই বলিউডের বাদশার প্রতি ছিল তাঁর মুগ্ধতা। কিন্তু শাহরুখ প্রিয়ঙ্কাকে ইঁদুর বলে মনে করতেন।

Advertisement

‘ডন’ ছবিতে জুটি বেঁধেছিলেন দুই তারকা। ছবির সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনও রাখঢাক ছিল না প্রিয়ঙ্কার। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখের কোন বিষয়টায় সবচেয়ে বেশি যৌন আবেদন রয়েছে? উত্তরে প্রিয়ঙ্কা বলেছিলেন, “সব কিছুতেই। ও আমার সবচেয়ে পছন্দের। ‘সুরজ হুয়া মধ্যম’ গানে ঢিলেঢালা কুর্তাতে ওকে কী সেক্সি লাগছিল! ওর চোখ সবচেয়ে সেক্সি। ও সরাসরি চোখের দিকে তাকায়। ওর প্রতি বরাবরই মুগ্ধতা ছিল। ও অনুপ্রাণিত করে। সবকিছু ভাল লাগে এই মানুষটার। ওর কোনও ভুল হতেই পারে না।”

শাহরুখ বরাবর গৌরীকে নিয়ে সংসারী। কিন্তু প্রিয়ঙ্কাকে নিয়েও তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তখন তাঁরা মালএশিয়ায় শুটিং করছিলেন। ‘ডন’ ছবিতে প্রিয়ঙ্কাকে ‘জংলি বিল্লি’ বলা হত। শাহরুখের মুখেই ছিল সেই সংলাপ।

বাস্তবেও কি প্রিয়ঙ্কা জংলি বেড়ালের মতো? প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কাকে ইঁদুর বলেছিলেন শাহরুখ। উত্তরে পিগি চপ্‌স বলেছিলেন, “আমি মোটেও ইঁদুর নই। একটা ভাল দেখতে পশুর সঙ্গে আমার তুলনা করো।” তখন খরগোশের সঙ্গে প্রিয়ঙ্কার তুলনা করেছিলেন শাহরুখ। পরে অবশ্য বাদশা বলেছিলেন, “আসলে আমি ওকে খুবই পছন্দ করি। ওর প্রতিভার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।”

Advertisement
আরও পড়ুন