Shammi Kapoor on Deepika

‘আমাদের সময় এমন মেয়ে ছিল না’, রণবীর-দীপিকা প্রসঙ্গে কেন এমন বলেছিলেন শাম্মী?

পুত্রবধূ হিসেবে দীপিকাকে নাকি খুব একটা পছন্দ ছিল না নীতুর। তবে রণবীরের ঠাকুরদা শাম্মী কপূর চেয়েছিলেন, দীপিকার সঙ্গে বিয়ে হোক রণবীরের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৮:২৯
Shammi Kapoor once called Deepika Padukone and Ranbir kapoor beautiful pair wanted her to marry Ranbir

কেন দীপিকাকে নাতবৌ করতে চেয়েছিলেন শাম্মী? ছবি: সংগৃহীত।

পর্দায় তাঁদের রসায়নে আজও কোনও বিকল্প নেই। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ হোক বা ‘তমাশা’— দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর জুটি মুগ্ধ করেছিল দর্শককে। বাস্তবেও তাঁরা সম্পর্কে ছিলেন দীর্ঘ দিন। কিন্তু দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর। ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এই নিয়ে বলিউডে দীর্ঘ দিন ধরে আলোচনা চলেছে। যদিও এখন পথ আলাদা হয়েছে তাঁদের। দীপিকা বিয়ে করেছেন রণবীর সিংহকে। অন্য দিকে আলিয়া ভট্টের সঙ্গে সুখে সংসার করছেন রণবীর কপূর। শোনা যায়, পুত্রবধূ হিসেবে দীপিকাকে নাকি বিশেষ একটা পছন্দ ছিল না নীতুর। তবে রণবীরের ঠাকুরদা শাম্মী কপূর চেয়েছিলেন দীপিকার সঙ্গে বিয়ে হোক রণবীরের।

Advertisement

শাম্মী কপূরের সেই ইচ্ছেপূরণ হয়নি। কিন্তু একসময় ভালবাসার মানুষ দীপিকাকে শাম্মীর বাড়িতে নিয়ে গিয়েছিলেন রণবীর। বেশ কয়েক বার। দীপিকাকে দেখে ভাল লেগেছিল শাম্মীর। সেই সময় এক সাক্ষাৎকারে শাম্মী বলেন, ‘‘দীপিকা এই মুহূর্তে তাঁর কাজ নিয়ে ব্যস্ত। আমার মনে হয় আপাতত ও একাই থাকবে। যখন বিয়ের জন্য প্রস্তুত হবে তখন ওকে বলব রণবীরকে বিয়ে করার কথা।” কিন্তু কেন এমন চেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা?

খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন নিজের মনের কথা। শাম্মী বুঝিয়ে দিয়েছিলেন রণবীরের জন্য একেবারে সেরা দোসর হতে পারেন দীপিকা। তাঁর কথায়, “ওরা দু’জনেই লম্বা। দু’জনেই দেখতে সুন্দর। ওদের একসঙ্গে সুন্দর দেখতে লাগে। আমাদের সময় কোথায় ছিল এমন সুন্দর মেয়ে!’’ দীপিকার সঙ্গে বাড়িতে একান্ত সময় কাটিয়ে বেশ ভাল লেগেছিল শাম্মীর, সে কথা স্বীকার করেন তিনি। এ সব ২০১০ সালের কথা।

বহু বছর পর কপূর পরিবারের নাতবৌ হন আলিয়া। অভিনেত্রীকে পুত্রবধূ হিসেবে পেয়ে খুশি রণবীরের মা নীতু কপূর।

Advertisement
আরও পড়ুন