Reena Roy's Birthday

৪৩ বছর পরে ফের মনে পড়ল প্রাক্তন প্রেমিকা রীনার কথা! যোগাযোগ করলেন শত্রুঘ্ন

রীনার সঙ্গে প্রেম করতে গিয়ে স্ত্রী পুনমের হাতে ধরা পড়েছিলেন শত্রুঘ্ন! ৪৩ বছর পর ফের প্রাক্তন সেই প্রেমিকার জন্য বার্তা পাঠালেন সোনাক্ষীর বাবা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫৪
Shatrughan Sinha Birthday wish for reena roy after 43 years

জন্মদিনে রীনাকে কী বললেন শত্রুঘ্ন? ছবি: সংগৃহীত।

১৯৭৬ সালে ‘কালীচরণ’ নামের একটি হিন্দি ছবিতে প্রথম বার একসঙ্গে অভিনয় করেছিলেন শত্রুঘ্ন সিন্‌হা এবং রীনা রায়। পেশাগত সূত্রে আলাপ হলেও তাঁদের সম্পর্ক গাঢ় হতে শুরু করেছিল। ‘মিলাপ’, ‘সংগ্রাম’, ‘চোর হো তো অ্যায়সা’র মতো একাধিক হিন্দি ছবিতে শত্রুঘ্নের সঙ্গে জুটি বেঁধেছিলেন রীনা। বলিপাড়ার গুঞ্জন, রীনার সঙ্গে ছ’সাত বছর ধরে সম্পর্কে ছিলেন শত্রুঘ্ন। রীনার সঙ্গে প্রেম করতে গিয়ে স্ত্রী পুনমের হাতে এক বার ধরাও পড়েছিলেন শত্রুঘ্ন! বহু বছর যোগাযোগ নেই তাঁদের। যদিও ৪৩ বছর পরে রীনার জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানালেন শত্রুঘ্ন।

Advertisement

কিছু ছবি শেয়ার করে শত্রুঘ্ন লিখেছেন, “একজন অত্যন্ত প্রিয় বন্ধু, সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন, সর্বকালের মনোমুগ্ধকর তারকা, একজন মহান মানুষ, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিনীকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’’

রীনার সঙ্গে শত্রুঘ্নের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন স্ত্রী পুনম সিন্‌হা। এক বার নাকি হাতেনাতে হবু স্বামীর সম্পর্ক ধরে ফেলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে পুনম বলেছিলেন, ‘‘আমি যখন রীনা আর শত্রুঘ্নের কথা জানতে পারি, তখন আমি নিজেই সরে এসেছিলাম। কিন্তু শত্রুঘ্ন এমন কাউকে বিয়ে করতে চায়নি, যাকে ও বিশ্বাস করতে পারবে না।’’ ১৯৮০ সালে পুনমকে বিয়ে করেছিলেন শত্রুঘ্ন। অভিনেতার দাবি, নিজের বিয়েতেই নাকি তিন ঘণ্টা দেরি করে পৌঁছেছিলেন তিনি। ২০১৬ সালে জয়পুরের সাহিত্য উৎসবে ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন তিনি। তখনই শত্রুঘ্ন জনসমক্ষে স্বীকার করেছিলেন যে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াতে গিয়ে পুনমের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন এক বার।

Advertisement
আরও পড়ুন