Shilpa Shetty Controversy

সব লোকদেখানো! প্রেমানন্দকে কিডনি দিতে চাওয়া প্রসঙ্গে কটাক্ষের বান, এ বার মুখ খুললেন শিল্পার স্বামী

গত দশ বছর ধরে প্রেমানন্দ মহারাজের দু’টি কিডনিই বিকল। এগিয়ে আসেন রাজ কুন্দ্র। তার পর থেকে সমাজমাধ্যমে ক্রমাগত কটাক্ষের মুখে পড়েছেন রাজ। অনেকেই একে ‘পিআর স্টান্ট’(লোকদেখানো) বলে আখ্যা দিয়েছেন। এ বার সাফাই দিলেন শিল্পার স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১০:৪২
কী বললেন শিল্পার স্বামী রাজ কুন্দ্র।

কী বললেন শিল্পার স্বামী রাজ কুন্দ্র। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে সারা দেশ জুড়ে চর্চিত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা নিয়মিত তাঁর আশ্রমে যান। তাঁর পরামর্শ মেনে চলেন। সম্প্রতি শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রও যান প্রেমানন্দ মহারাজের আশ্রমে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই নাকি অভিনেত্রীর স্বামী প্রেমানন্দ মহারাজকে তাঁর কিডনি দান করতে চান। গত দশ বছর ধরে প্রেমানন্দ মহারাজের দু’টি কিডনিই বিকল।

Advertisement

এগিয়ে আসেন রাজ। যদিও অভিনেত্রীর স্বামীর এ প্রস্তাবে রাজি হননি আধ্যাত্মিক গুরু। এর পর থেকে সমাজমাধ্যমে ক্রমাগত কটাক্ষের মুখে পড়েছেন রাজ। অনেকেই একে ‘পিআর স্টান্ট’ (লোকদেখানো) বলে আখ্যা দিয়েছেন। এ বার সাফাই দিলেন শিল্পার স্বামী।

সম্প্রতি শিল্পা ও রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অর্থনৈতিক অপরাধদমন শাখা। তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন ৬০ বছরের এক ব্যবসায়ী। এই বিতর্কের মাঝেই আধ্যাত্মিক গুরুকে দেওয়া প্রস্তাব। সমালোচনার মুখে পড়তেই রাজ বলেন, ‘‘কেমন ধারার সমাজে বাস করছি আমরা? যেখানে কেউ তাঁর শরীরের অঙ্গ দান করতে চাইছে অন্যের জীবনরক্ষার্থে, সেটা লোকদেখানো! যদিও কারও প্রতি সহমর্মিতা দেখানো প্রচার কৌশল হয়, তা হলে এই পৃথিবী এ রকম অনেক প্রচার দেখুক।’’

Advertisement
আরও পড়ুন