Iman Chakraborty's New Show

কলকাতার অপেরায় গাইবেন ইমন, ‘বসন্ত উৎসব’ বাতিলের কারণেই নতুন পদক্ষেপ শিল্পীর?

কয়েক বছর ধরে মার্চ মাসে লিলুয়াবাসীদের জন্য ইমনের উপহার ‘বসন্ত উৎসব’। এ বছর তা হচ্ছে না। সেই ফাঁক ভরাতেই অপেরার আয়োজন করছেন ইমন?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৮
নতুন উপহার নিয়ে আসছেন ইমন চক্রবর্তী।

নতুন উপহার নিয়ে আসছেন ইমন চক্রবর্তী। ছবি: ফেসবুক।

লন্ডনের পিকাডেলি স্ট্রিটে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেখানকার অপেরা শো বিখ্যাত। ইমন সেই শো দেখেছিলেন। তাঁর এবং স্বামী নীলাঞ্জন ঘোষের খুব ভাল লেগেছিল। নীলাঞ্জন পেশায় সঙ্গীত ব্যবস্থাপক। শো শেষ হতেই গায়িকার স্বামী জানিয়েছিলেন, তিনি কলকাতায় এ রকমই একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। সেই অনুযায়ী মার্চের ২২ এবং ২৩ তারিখ নজরুল মঞ্চে একটি অপেরা শোয়ের আয়োজন করছেন, নাম ‘তোমায় দেখব বলে’। রবিবার রাতে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে এ কথা প্রথম জানিয়েছেন ইমন।

Advertisement

গত কয়েক বছর ধরে তিনি লিলুয়ায় ‘বসন্ত উৎসব’-এর আয়োজন করছেন। সেখানে এক ঝাঁক শিল্পী এসেছেন। গান, আবৃত্তি, নাচ পরিবেশন করেছেন। এই আয়োজন গায়িকার মায়ের স্মৃতিতে নিবেদিত। কিন্তু এ বছর বিশেষ কারণে সেই অনুষ্ঠান হচ্ছে না। সেই ফাঁক পূরণ করতেই কি অপেরার আয়োজন?

আনন্দবাজার অনলাইনের এই প্রশ্নের জবাবে ইমন বলেছেন, “অন্য আবেগ থেকে লিলুয়াবাসীদের জন্য ‘বসন্ত উৎসব’-এর আয়োজন করতাম। সেই আবেগের সঙ্গে অপেরার কোনও যোগ নেই। ওই অনুভূতিও অন্য কোনও অনুষ্ঠান দিয়ে পূরণ হওয়ার নয়।” কথাপ্রসঙ্গে শিল্পী আরও জানিয়েছেন, মার্চের এই বিশেষ অনুষ্ঠানে তিনি এবং তাঁর শিক্ষার্থীরা অংশ নেবেন। বিদেশের অপেরা দেখে জেনেছেন, এই ধরনের অনুষ্ঠান তারকাখচিত হয় না। শিল্প-সংস্কৃতির আবাহন ঘটে। “সেই জায়গা থেকে অন্য কোনও খ্যাতনামী অপেরায় থাকবেন না। একই ভাবে জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী নন, শিল্প-সংস্কৃতির পূজারি ইমন অপেরায় অংশ নেবেন।”

অপেরা মানেই গানের পাশাপাশি নাচ, অভিনয়ও অনেকটা জায়গা জুড়ে থাকে। বিষয়টি মাথায় রেখেই শিল্পী তাঁর শিক্ষার্থীদের নিয়ে জোর অনুশীলনে নেমেছেন। জানিয়েছেন, সংলাপ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সেই সংলাপের রেশ ধরেই আসবে গান। থাকবে ইমনের জনপ্রিয় এবং তুলনায় কম জনপ্রিয় নানা স্বাদের গান। এই ধরনের অনুষ্ঠান এক দিন করে মন ভরে না। তাই দু’দিনের আয়োজন। যাঁরা প্রথম দিন যেতে পারবেন না, তাঁরা আরও একটি দিন দেখার সুযোগ পাবেন।

যন্ত্রানুসঙ্গ থেকে অনুষ্ঠানের তত্ত্বাবধান, ছোট্ট আলপিন থেকে বড় পেরেক— সব হাতের কাছে গুছিয়ে দিচ্ছেন নীলাঞ্জন, জানিয়েছেন ইমন। শিল্পীর আশা, তাঁদের এই নতুন উপহার দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন