Param Sundari

সোনু নিগমের সঙ্গে ‘পরদেসিয়া’! বলিউডে গান গেয়ে কোন অভিজ্ঞতা হল বাঙালি কৃষ্ণকলির?

এই গানটি শুনে অনেকের মনে পড়ে যাচ্ছে বলিউডের পুরনো কিছু গানের কথা। সমাজমাধ্যমে অনেকেই ‘ইয়ে হসিন ওয়াদিয়াঁ’, ‘কেহনা হি কেয়া’-র মতো গানের সঙ্গে ‘পরদেসিয়া’-র তুলনা করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৪:১১
‘পরম সুন্দরী’ ছবিতে সোনু নিগমের সঙ্গে গান গেয়েছেন কৃষ্ণকলি।

‘পরম সুন্দরী’ ছবিতে সোনু নিগমের সঙ্গে গান গেয়েছেন কৃষ্ণকলি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউডের গানের জগতে জায়গা করে নিলেন আর এক বঙ্গতনয়া। প্রথম গানেই সোনু নিগমের সঙ্গে ডুয়েট, রাতারাতি সফল। সঙ্গীত পরিচালক সচিন-জিগরের তত্ত্বাবধানে ‘পরদেসিয়া’ গেয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে আগরতলার মেয়ে কৃষ্ণকলি সাহা। মুম্বই থেকেই কথা বললেন আনন্দবাজার ডট কমের সঙ্গে।

Advertisement

সিদ্ধার্থ মলহোত্র ও জাহ্নবী কপূর অভিনীত ‘পরম সুন্দরী’ ছবির জন্য ‘পরদেসিয়া’ গানটি গেয়েছেন কৃষ্ণকলি। সুযোগ এল কী ভাবে? উচ্ছ্বসিত কণ্ঠে গায়িকা জানালেন, তিনি জানতেনই না, এত বড় প্রাপ্তি অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য। কৃষ্ণকলি বলেন, “গোটা বিষয়টাই আমার কাছে রহস্যের মতো ছিল। আমি বরাবরই সচিন-জিগর স্যরের জন্য ডেমো গান গেয়েছি। ওঁদের সঙ্গে অনেক দিন কাজ করেছি। এই গানটি গাওয়ার সময় আমি জানতাম না, এটা সোনুজি গাইবেন।”

গানটি পুরো তৈরি হয়ে যাওয়ার পরে কৃষ্ণকলি জানতে পারেন, তিনি এই গান গেয়েছেন সোনু নিগমের সঙ্গে। এত বড় ‘সারপ্রাইজ়’ আশা করেননি বাঙালি গায়িকা। কৃষ্ণকলি বলেন, “ওঁর নাম শুনেই অবাক হয়ে গিয়েছিলাম। ছোটবেলা থেকে এমন মানুষের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখি আমরা। সেই স্বপ্ন যখন সত্যি হয়ে যায়, তখন এক অদ্ভুত অনুভূতি হয়। সকলে বহু প্রশংসাও করছেন। ভাল লাগছে।”

কৃষ্ণকলির গান শুনে প্রশংসাবার্তা পাঠিয়েছেন স্বয়ং সোনু নিগমও। গায়িকার কথায়, “একই দিনে আমাদের রেকর্ডিং হয়নি। তবে সোনুজির সঙ্গে আমার কথা হয়েছে। খুবই আন্তরিক তিনি। অনেক প্রশংসা করেছেন। সোনুজি নিজেই আলাদা করে জানতে চেয়েছিলেন ‘এই মহিলাকণ্ঠ কার’! ওঁর মুখে এই কথা শোনা আমার কাছে বড় প্রাপ্তি। সোনুজি খুব খুশি, গানটা সকলের পছন্দ হয়েছে বলে। আমরা খুবই আনন্দিত। সচিন-জিগরজিও যে ভাবে গানটি বেঁধেছেন, তা বলে বোঝানো যায় না।”

এই গানটি শুনে অনেকের মনে পড়ে যাচ্ছে বলিউডের পুরনো কিছু গানের কথা। সমাজমাধ্যমে অনেকেই ‘ইয়ে হসিন ওয়াদিয়া’, ‘কেহনা হি কেয়া’-র মতো গানের সঙ্গে ‘পরদেসিয়া’-র তুলনা করছেন। এই প্রসঙ্গে কৃষ্ণকলি বলেন, “সাতটা স্বর রয়েছে। একটি রাগকে কেন্দ্র করে কত গানই তো রয়েছে। গানগুলি পরস্পরের থেকে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু রাগের মিল থাকতেই পারে। ওই সাতটি স্বরের মধ্যেই ঘোরাফেরা।”

‘পরদেসিয়া’ গানটির জন্য বলিউডের সঙ্গীত জগতের বহু মানুষের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। সেলিম-সুলেমান, শমিত টন্ডন, দীপক পণ্ডিতের মতো শিল্পীদের কাছ থেকে উৎসাহ পেয়েছেন।

বাংলার এক রিয়্যালিটি শো-এ এক সময়ে যোগ দিয়েছিলেন কৃষ্ণকলি। একটি বাংলা ছবিতে গানও গেয়েছেন তিনি, নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। তবে সে ছবি এখনও মুক্তি পায়নি। কলকাতায় বেশ কিছু স্বাধীন ভাবে গানও গেয়েছেন কৃষ্ণকলি। ভবিষ্যতে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করতে চান। ছবির গানের পাশাপাশি স্বাধীন গান নিয়েও কাজ করছেন বাঙালি গায়িকা।

Advertisement
আরও পড়ুন