Smriti Mandhana

‘সে যেন আমার প্রতি যত্নশীল হয়’, পছন্দের পুরুষের মধ্যে আর কী কী গুণ চেয়েছিলেন স্মৃতি মন্ধানা?

স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় থমকে যায় বিয়ে। তার পরেই পলাশের সঙ্গে এক মহিলার কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে আসে। প্রশ্ন উঠতে থাকে, পলাশ কি তবে প্রতারণা করছিলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১১:৫৭
কেমন পুরুষ পছন্দ স্মৃতি মন্ধানার?

কেমন পুরুষ পছন্দ স্মৃতি মন্ধানার? ছবি: সংগৃহীত।

কেমন জীবনসঙ্গী পছন্দ? নিজের মনের কথা ভাগ করে নিয়েছিলেন স্মৃতি মন্ধানা নিজেই। পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার পর স্মৃতির সেই পুরনো মন্তব্যও উঠে এসেছে চর্চায়।

Advertisement

২৩ নভেম্বর চারহাত এক হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু হঠাৎ স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় থমকে যায় বিয়ে। তার পরেই পলাশের সঙ্গে এক মহিলার কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে আসে। প্রশ্ন উঠতে থাকে, পলাশ কি তবে প্রতারণা করছিলেন? এই বিতর্কের মধ্যে চর্চায় উঠে এসেছে স্মৃতির এক পুরনো মন্তব্য। সেখানে ক্রিকেটতারকা জানিয়েছিলেন, কেমন পুরুষ পছন্দ তাঁর।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসেছিলেন স্মৃতি। সেখানে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনার অসংখ্য পুরুষ অনুরাগী রয়েছে। পুরুষদের মধ্যে কোন গুণটা আপনার পছন্দ?” প্রশ্ন শুনে অবাক হয়েছিলেন স্মৃতি। হাসতে হাসতে বলেছিলেন, “এমন প্রশ্ন আমি প্রত্যাশা করিনি। ছেলেটা যেন ভাল হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” এই শুনে অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁকে আরও বিশদে পছন্দের পুরুষের বর্ণনা দিতে বলেন।

স্মৃতি বলেছিলেন, “সে যেন যত্নশীল হয়। আমাকে এবং আমার পেশাকে যেন সে বোঝে। এই দুটো সবচেয়ে জরুরি বিষয়। কারণ মেয়ে হিসাবে আমি কিন্তু তাকে বেশি সময় দিতে পারব না। সেটা যেন সে বুঝতে পারে। এগুলোই আমি দেখি একজন পুরুষের মধ্যে।”

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দুঃখপ্রকাশ করছেন স্মৃতির অনুরাগীরা। তাঁদের বক্তব্য, “এত কম চাহিদা থাকতেও, স্মৃতির মতো সফল মানুষকেও প্রতারিত হল।” যদিও ওই স্ক্রিনশটের সত্যতা এখনও ধোঁয়াশায়। স্মৃতি বা পলাশ কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

Advertisement
আরও পড়ুন