Sohini Sarkar

Sohini Srakar: স্নানপোশাকে ‘সাহসী’ সোহিনী, প্রেমিকার অচেনা রূপ রণজয়ের লেন্সবন্দি

মুখে সেই চেনা হাসি। জলে ভেজা এলোমেলো চুল। সাহসী স্নান পোশাকে ধরা অনেক রং।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৫:৫০
অন্য মেজাজে সোহিনী।

অন্য মেজাজে সোহিনী।

পর্দায় এ যাবৎ তিনি পাশের বাড়ির মেয়ে। আটপৌরে সাবেক শাড়ি আর এক ঢাল খোলা চুলে কখনও তিনি ‘সত্যবতী’। কখনও বা রঙিন কুর্তি, বেপরোয়া জিনস-টপে ‘বিবাহ ডায়েরিজ’-এর ‘রয়না’। সোহিনী সরকারকে দর্শক চিনেছেন এ ভাবেই। রবিবাসরীয় মেজাজে সেই মেয়েই বদলে গেল বিলকুল!

ভেজা স্নানপোশাক জড়িয়ে এক মুঠো রং। তার খাঁজেখোঁজে সাহসী ইশারা। এলোমেলো চুল। প্রসাধনীর লেশমাত্র নেই মুখে। শুধু উজ্জ্বল লাল লিপস্টিকেই মোহময়ী। অচেনা সাজে, চেনা হাসিতে তাক লাগালেন কন্যে। ভালবাসার চোখে তাঁকে লেন্সবন্দি করলেন প্রেমিক রণজয় বিষ্ণু।

Advertisement

দু’জনেই ব্যস্ত। স্টুডিয়োপাড়ার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এ মোড়া দিনযাপন। তারই ফাঁকেফোঁকরে দু’জনে সময় কাটান একান্তে। কখনও পাহাড়, কখনও চেনা কলকাতার পথঘাটেই নতুন করে ডানা মেলে প্রেম। রবিবারও সাক্ষী রইল খোলা আকাশ আর একরাশ নীল জল।

Advertisement
আরও পড়ুন