Sonakshi Sinha on Deepika Padukone

আট ঘণ্টাই কাজের সঠিক সময়? দীপিকার তোলা দাবি নিয়ে এ বার মুখ খুললেন সোনাক্ষী

এই বিষয় নিয়ে বলিউডে গত কয়েক দিন ধরে চর্চা তুঙ্গে। এ বার এই আলোচনায় নিজের মতামত জানালেন সোনাক্ষী সিন্‌হা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৭:৩৭
দীপিকার আট ঘণ্টা শুটিং প্রসঙ্গে সোনাক্ষী কথা বললেন।

দীপিকার আট ঘণ্টা শুটিং প্রসঙ্গে সোনাক্ষী কথা বললেন। ছবি: সংগৃহীত।

ঠিক কতক্ষণ কাজ করা উচিত? এই বিষয় নিয়ে বলিউডে গত কয়েক দিন ধরে চর্চা তুঙ্গে। এ বার এই আলোচনায় নিজের মতামত জানালেন সোনাক্ষী সিন্‌হা।

Advertisement

এই আলোচনার সূত্রপাত সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ ঘিরে। এই ছবিতে প্রভাসের বিপরীতে প্রথমে প্রস্তাব দেওয়া হয় দীপিকাকে। অভিনেত্রী শর্ত রাখেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। পারিশ্রমিক নেবেন ২০ কোটি টাকা। এই দাবির জন্য বাদ পড়তে হয় দীপিকা পাড়ুকোনকে। তার পর থেকেই কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে প্রশ্ন উঠছে। এ বার এই আলোচনায় দীপিকার পক্ষ নিলেন সোনাক্ষী।

আট ঘণ্টা কাজ করার পক্ষে সোনাক্ষী সিন্‌হাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকাকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, “আমি সম্পূর্ণ ভাবে আট ঘণ্টা শুটিং করায় বিশ্বাসী। আমি নিজেও এমন অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, যাঁরা আট ঘণ্টার বেশি কাজ করেন না। তা হলে অভিনেত্রীদের ক্ষেত্রেই বা বিষয়টা অন্য রকম হবে কেন?”

শুটিং-এর সময়সীমায় কিছুটা নমনীয়তা থাকলে ভাল হয় বলেও মনে করেন সোনাক্ষী। তাঁর কথায়, “কী ধরনের কাজ করছি এবং সেই কাজের কী কী দাবি, সেই দিকটাও দেখা উচিত। যেখানে শুটিং হবে, তার ধারেকাছে থাকার ব্যবস্থা করা যেতে পারে। শুটিং-এর অনেক ভাগ থাকে। সেগুলোও ফাঁকে ফাঁকে সেরে নেওয়া যেতে পারে।”

কাজ থাকলেও, নিজের জন্য সময় বার করে নেওয়া জরুরি বলে মনে করেন সোনাক্ষী। তাই তিনি বলেছেন, “১৫ বছর ধরে কাজ করছি। বুঝেছি, নিজের জন্য সময় বার করা জরুরি। কোনও ছবিতে যদি আমাকে একেবারে ছিপছিপে হিসেবে ধরা দিতে হয়, তা হলে নিজের শরীরচর্চার জন্যই তো আমার ২ ঘণ্টা প্রয়োজন। সে ক্ষেত্রে আমি ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে পারব না। তবে শরীরচর্চা করার প্রয়োজন না হলে আমি প্রয়োজনে ১০-১২ ঘণ্টা কাজ করতে রাজি। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তবেই করব।”

Advertisement
আরও পড়ুন