Pahalgam terror Attack

‘এই কারণেই পহেলগাঁওয়ের মতো কাণ্ড ঘটে যায়’, মঞ্চে গান গাইতে উঠে কেন মেজাজ হারালেন সোনু?

অনুষ্ঠানে এক শ্রোতা-দর্শক বার বার সোনুকে একটি কন্নড় গান গাওয়ার অনুরোধ করছিলেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৩:৩১
Sonu Nigam is criticised for commenting on Pahagam while a fan asked him to sing a kannad song

পহেলগাঁও নিয়ে মন্তব্য করে বিপাকে সোনু। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন সোনু নিগম। বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়ক। মঞ্চেই একটি মন্তব্য করে বিপাকে পড়লেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে।

Advertisement

অনুষ্ঠানে এক শ্রোতা-দর্শক বার বার সোনুকে একটি কন্নড় গান গাওয়ার অনুরোধ করছিলেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। কন্নড় গান গাইতে বলার অনুরোধ পেয়েই মেজাজ হারান সোনু। নিয়ে আসেন পহেলগাঁওয়ের প্রসঙ্গ। সোনু মঞ্চে একের পর এক হিন্দি গান গাইছিলেন। কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরেই তিনি বলেন, “আমার এই বিষয়টা ভাল লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে।”

এর পরেই তিনি টেনে আনেন পহেলগাঁও-এর প্রসঙ্গ। তিনি বলেন, “পহেলগাঁওতে যা হয়েছে, তার অন্যতম কারণ হল এটাই। এই মাত্র যেটা করলে তুমি, সেটাই সবচেয়ে বড় কারণ। কে সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা তো এক বার দেখো। আমি কর্নাটকের মানুষকে ভালবাসি। আমি আপনাদের সকলকেই ভালবাসি।” এই মন্তব্যের পরেই সোনুর দিকে ছুটে আসে তির্যক মন্তব্য। অনেকেই প্রশ্ন তোলেন, কন্নড় গান গাইতে বলার সঙ্গে পহেলগাঁওয়ের সম্পর্কটা ঠিক কোথায়?

এক নেটাগরিক সোনুর এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে লেখেন, “বেঙ্গালুরুর অনুষ্ঠানে কন্নড় গান গাওয়ার অনুরোধ করা যদি দেশবিরোধী হয়, তা হলে আমি নিজেকে দেশবিরোধীই বলব। আমাদের কর্নাটকে কখনও আর পা রাখবেন না। কন্নড় গান গাওয়ার সঙ্গে পহেলগাঁওয়ের কী এমন সম্পর্ক থাকতে পারে!”

Advertisement
আরও পড়ুন