Shah Rukh Khan

সুজিতের পরিচালনায় শাহরুখ, কোন কাজের জন্য জুটি বাঁধলেন তাঁরা?

মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োয় শাহরুখ খান এবং সুজিত সরকারের দেখা। খবর, তাঁরা নতুন কোনও কাজের জন্য জুটি বেঁধেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৪:৪৪
Sources revealed that Shah Rukh Khan and Shoojit Sircar teaming up for a new project

(বাঁ দিকে) শাহরুখ খান। সুজিত সরকার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে সময় নিয়ে ছবি করতে আগ্রহী তিনি। এই মুহূর্তে ‘কিং’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ খান। কিন্তু তার মাঝেই বলিউডের অন্দরে অন্য গুঞ্জন। শোনা যাচ্ছে, পরিচালক সুজিত সরকারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ। তা হলে কি নতুন ছবির পরিকল্পনা শুরু করে ফেলেছেন তাঁরা?

Advertisement

গত সপ্তাহান্তে মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োয় সুজিতের সঙ্গে দেখা করেন শাহরুখ। সূত্রের খবর, নতুন কোনও কাজের ‘লুক টেস্টে’র জন্যই শাহরুখ স্টুডিয়োয় গিয়েছিলেন। তবে, বিশ্বস্ত সূত্রে খবর, জুটি কোনও নতুন ছবির জন্য নয়, সম্ভবত নতুন কোনও বিজ্ঞাপনী ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। কারণ, শুটিংয়ের সময় শাহরুখকে রান্নাঘরের সেটে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাত পর্যন্ত বিজ্ঞপনী ছবিটির শুটিং করেছেন শাহরুখ। বিজ্ঞাপনের কাজ হলেও সুজিতের সঙ্গে একাধিক বার আলোচনা করতে দেখা গিয়েছে শাহরুখকে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ছবি ‘ডাঙ্কি’। শাহরুখের নতুন ছবি ‘কিং’-এর চিত্রনাট্যকার সুজয় ঘোষ। কিন্তু ছবিটি তাঁর পরিবর্তে এখন সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন বলে খবর। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর কন্যা সুহানা খান।

Advertisement
আরও পড়ুন