Tollywood Gossip

টলিপাড়ার অন্দরে শন-সৃজলার প্রেমের গুঞ্জন! প্রশ্ন উঠতেই কী জানালেন নায়ক?

একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে। অন্দরের ফিসফাস অভিনেত্রী সৃজলার সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯
সম্পর্কে জড়ালেন শন এবং সৃজলা?

সম্পর্কে জড়ালেন শন এবং সৃজলা? ছবি: সংগৃহীত।

২০২১ সালে প্রথম তাঁদের একসঙ্গে দেখেছিল দর্শক। ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে শন বন্দ্যোপাধ্যায় এবং সৃজলা গুহর জুটি জনপ্রিয় হয়। ধারাবাহিক সম্প্রচারের কিছু দিন পর থেকেই শুরু হয় গুঞ্জন। নায়ক-নায়িকা নাকি সম্পর্কে জড়িয়েছেন। যদিও প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি তাঁরা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, সেই সম্পর্ক নাকি এখনও একই রকম রয়ে গিয়েছে।

Advertisement

সম্প্রতি শনের এক অনুরাগী নাকি সৃজলার সঙ্গে নায়ককে দেখেছেন প্রেক্ষাগৃহের বাইরে। একাংশের ধারণা, তাঁরা একসঙ্গে সম্ভবত সিনেমা দেখতে গিয়েছিলেন। সেই খবর প্রকাশ্যে আসার পরেই আবার আলোচনার সূত্রপাত। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শন খানিকটা এড়িয়েই যেতে চেয়েছেন।

সাধারণত, একটি ধারাবাহিক শেষ হওয়ার পরে সবাই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে যায় যে বন্ধুত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। এই বিষয়ে শন বলেন, “আমি এরকম সম্পর্কে বিশ্বাস করি না। যে কাজ শেষ, মানে বন্ধুত্বও শেষ। সৃজলার সঙ্গে সেই বন্ধুত্ব আমার এখনও অটুট। এর থেকে বেশি কিছু বলার নেই আমার এই প্রসঙ্গে। আর ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই আমি ভালবাসি।” উল্লেখ্য, ‘রোশনাই’ শেষ হওয়ার পরে আর সে ভাবে ছোটপর্দায় দেখা যায়নি অভিনেতাকে। ভাল কাজের অপেক্ষায় শন। অন্য দিকে সৃজলা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত এই মুহূর্তে।

Advertisement
আরও পড়ুন