Madhumita Sarcar Wedding

দেবমাল্যের প্রেমে হাবুডুবু মধুমিতা, ডিসেম্বরের কত তারিখে বিয়ে করছেন নায়িকা?

প্রায় এক বছর হল দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে আছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁদের নানা ছবি মাঝে মাঝেই দেখা যায় সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৫:৫৬
কত তারিখে বিয়ে মধুমিতার?

কত তারিখে বিয়ে মধুমিতার? ছবি: সংগৃহীত।

২০২৪-এর অক্টোবরে প্রথম বার মনের মানুষটিকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী মধুমিতা সরকার। নায়িকার প্রেমিক পেশায় ইঞ্জিনিয়ার। টলিউড, গ্ল্যামার জগতের সঙ্গে তাঁর সে ভাবে কোনও যোগাযোগ নেই বললেই চলে। বেশ কিছু সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, এ বছরেই চার হাত এক হবে। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন নায়িকা।

Advertisement

কখনও মধুমিতা আর দেবমাল্য আদরের পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। কখনও আবার পাহাড়ের কোলে একান্ত যাপনে ব্যস্ত যুগলে। বিয়ের আগে মধুমিতা নিজের জন্য সময় চান, এ কথা বার বার বলেছেন। কিন্তু, এখনও পর্যন্ত বিয়ের তারিখ খোলসা করেননি অভিনেত্রী। শোনা যাচ্ছে, বিয়ের শাড়ি-গয়না সবই চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু তারিখ এখনই প্রকাশ্যে আনতে রাজি নন।

এক অসমর্থিত সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা। সম্ভবত ৫ ডিসেম্বর দেবমাল্যকে বিয়ে করবেন মধুমিতা। ৭ ডিসেম্বর বৌভাত। তবে এখনও পর্যন্ত নায়িকার তরফে কোনও মন্তব্য আসেনি। গত বছর সপ্তমীতে প্রথম বার দেবমাল্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। নায়িকা লিখেছিলেন, “নতুন শুরু।”

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেছিলেন, “হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।” নায়িকাকে শেষ বার দর্শক দেখেছেন ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে। এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান নায়িকা।

Advertisement
আরও পড়ুন