Debashree Ganguly

‘রাজ’কন্যার আগমনের পর আবার সুখবর! তৃতীয় বার বিয়ে করছেন শুভশ্রীর দিদি দেবশ্রী, পাত্র কে?

টলিপাড়ার অন্দরে শুরু নতুন জল্পনা। সূত্রের খবর, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ ১৩:১৮
শুভশ্রী-দেবশ্রী।

শুভশ্রী-দেবশ্রী। —ফাইল চিত্র।

টলিপাড়ায় আরও এক বিয়ের আয়োজন নাকি শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবটাই হচ্ছে আড়ালে আবডালে। টলিপাড়ার অন্দরের খবর, আবার নাকি সম্পর্কে জড়িয়েছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি হিসাবেই ইন্ডাস্ট্রিতে এত দিন পরিচিত ছিলেন তিনি। তবে দেবশ্রী এখন নিজেও অভিনেত্রী। ‘জল থই থই ভালবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। তা ছাড়া ‘ফাটাফাটি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দেবশ্রীকে। দু’বছর আগে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক খুব একটা সুখকর হয়নি। দু’বছর পর নাকি আবারও তিনি নতুন ভাবে সম্পর্কে জড়িয়েছেন। সূত্রের খবর, তাঁর হবু স্বামীও নাকি ব্যবসায়ী। তবে এ বার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও কথা বলতেই রাজি নন তিনি।

Advertisement

দেবশ্রীর একটি ছেলে আছে। সেও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। বাস বিদেশে। এত দিন ছেলেকে ছাড়া একাই কাটাচ্ছিলেন দেবশ্রী। তবে শোনা যাচ্ছে, ভালবাসার মানুষকে খুঁজে পেয়েছেন তিনি। খুব শীঘ্রই নাকি বিয়েও করবেন তাঁরা। টলিপাড়ার সঙ্গে তেমন ভাবে কোনও যোগাযোগ নেই পাত্রের।

২০২১ সালে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন তিনি। দেবশ্রীর দ্বিতীয় স্বামী ছিলেন পঞ্জাবি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। এক সময় দেবশ্রী জানিয়েছিলেন, জীবনে পুরুষ ছাড়াও বাঁচা সম্ভব। তবে অভিনেত্রী এখন নাকি নতুন ভাবে জীবনকে সাজানোর পরিকল্পনা করেছেন।

Advertisement
আরও পড়ুন