Sunita Ahuja

সঙ্গে নেই গোবিন্দ, মা কালীর মন্দিরে বসে কোন কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তারকা-পত্নী সুনীতা

সবসময় বলে এসেছেন তাঁর ও গোবিন্দর মাঝে কেউ আসতে পারবে না। এ বার যেন নিজের অজান্তেই গোবিন্দর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিলেন সুনীতা!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৮:২০
কেন কেঁদে ফেললেন সুনীতা?

কেন কেঁদে ফেললেন সুনীতা? ছবি: সংগৃহীত।

কিশোরী বয়সেই গোবিন্দর প্রেমে পড়েন সুনীতা আহুজা। ১৮-তে পা দিতে না দিতেই গোবিন্দকে বিয়ে করেন সুনীতা। যদিও বেশ কয়েক বছর আড়ালেই ছিলেন তারকা-পত্নী। শোনা যায়, নায়ক হিসেবে জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে স্ত্রীকে অন্তরালে রাখতেন অভিনেতা। যদিও গোবিন্দর সঙ্গে প্রেম করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় সুনীতাকে। বছরখানেক ধরে গুঞ্জন, ৩৭ বছরের দাম্পত্যজীবন যাঁর সঙ্গে, সেই স্ত্রীকে ছেড়ে বছর ৩০-এর এক অভিনেত্রীর প্রেমে মজেছেন গোবিন্দ! পরিস্থিতি এমন দিকে এগোয় যে, সুনীতা ‘আহুজা’ পদবি ত্যাগ করেন। যদিও প্রকাশ্যে সবসময় বলে এসেছেন, তাঁর ও গোবিন্দর মাঝে কেউ আসতে পারবে না। এ বার যেন নিজের অজান্তেই গোবিন্দর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিলেন সুনীতা!

Advertisement

সম্প্রতি চণ্ডীগড়ে মহাকালীর মন্দির দর্শনে যান সুনীতা। সেখানে দেবীমূর্তি দণ্ডায়মান নয়, বরং শায়িত। এমনিতেই শক্তির উপাসক সুনীতা। গোবিন্দকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মুম্বইয়ের মহালক্ষ্মী মন্দিরে মানত করেছিলেন তিনি। সেই সুনীতা ওই মন্দিরচত্বরে বসেই এক সাক্ষাৎকার দেওয়ার সময় সেখানকার পুরোহিতকে বলছিলেন, ‘‘যা চেয়েছি, পেয়েছি। গোবিন্দকে স্বামী হিসেবে। দুই সন্তান পেয়েছি। কিন্তু যে আমাদের দু’জনের মধ্যে আসবে তাকে দেবী মা ছিন্ন করে দেবেন। আমার মতো সৎ মহিলার চোখে যে জল আনবে তার ভাল হবে না।’’ একনাগাড়ে এ সব বলতে বলতে সেখানেই কেঁদে ফেলেন তারকা-পত্নী।

Advertisement
আরও পড়ুন