Sushant Singh Rajput

Sushant Singh Rajput: সুশান্তের জন্য সুবিচারের লড়াই কোথায় গেল, দিদি শ্বেতার ‘সাহসী’ ছবিতে বিতর্কের ঝড়

সুশান্তের জন্য সুবিচারের লড়াই কোথায় গেল, দিদি শ্বেতার ‘সাহসী’ ছবি দেখে তুলোধনা অনুরাগীদের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৫:৫৯
সুশান্তের ভক্তরা একরাশ ঘৃণায় ঘিরে ফেললেন শ্বেতাকে।

সুশান্তের ভক্তরা একরাশ ঘৃণায় ঘিরে ফেললেন শ্বেতাকে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ভাইয়ের হয়ে সুবিচার চাইতে পথে নেমেছিলেন দিদি শ্বেতা সিংহ কীর্তি। প্রয়াত অভিনেতার অনুরাগীরা একজোট হয়েছিলেন তাঁর সঙ্গে। সুশান্তের সেই ভক্তরাই এ বার একরাশ ঘৃণায় ঘিরে ফেললেন শ্বেতাকে। কারণ, তাঁর ইনস্টাগ্রাম পোস্ট। শ্বেতার একটি ‘সাহসী’ ছবিতে উঠল সমালোচনার ঝড়!

কী বলছেন অনুরাগীরা? সাগরপাড়ে শ্বেতার বিকিনি পরা ছবি দেখে তাঁদের প্রশ্ন একটাই— ভাইয়ের জন্য সুবিচার চাওয়ার কী হল? নিজের ফটোশ্যুটের বদলে শ্বেতা বরং ভাইয়ের জন্য লড়াইয়ে মন দিন। এমনই দাবি অনুরাগীদের।

Advertisement

ভক্তরা চটেছেন আরও একটি কারণে। সম্প্রতি প্রেমিক ভিকি জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। তাঁকে বিয়ের শুভেচ্ছা জানিয়েও সুশান্ত-অনুরাগীদের রোষের মুখে পড়েছেন শ্বেতা। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পরে বিচার চেয়ে সামনে এসেছিলেন অঙ্কিতাও। পরে অতীত ভুলে ভিকির সঙ্গে ভবিষ্যতের ভাবনা ভাবতেই অঙ্কিতার থেকে মুখ ফেরান সুশান্তের অনুরাগীরা।
এ বার নিজের জীবনে স্বাভাবিক ছন্দ ফেরানোর চেষ্টা করায় নিন্দা-সমালোচনার লক্ষ্য হয়ে উঠলেন সুশান্তের দিদিও।

Advertisement
আরও পড়ুন