Swara Bhasker on Kangana Ranaut

পথসভা-প্রচার-সকলের মধ্যমণি হয়ে থাকাই রাজনীতি নয়! নাম না করেই কঙ্গনাকে বিঁধলেন স্বরা

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পা রেখেছেন কঙ্গনা। কিন্তু সম্প্রতি শোনা যায়, সেই কাজ উপভোগ করছেন না তিনি। এই প্রসঙ্গে কী উত্তর দিলেন তাঁর সহ-অভিনেত্রী স্বরা ভাস্কর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬
Swara Bhasker refuses to comment on Kangana Ranaut political career

কঙ্গনার রাজনীতি নিয়ে মন্তব্যে কী বললেন স্বরা? ছবি: সংগৃহীত।

যে কোনও বিষয়ে পরিষ্কার জবাব দেওয়ার জন্য পরিচিত অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ে করেছেন রাজনীতিক ফহাদ আহমেদকে। অভিনেত্রীর মতে, রাজনীতি মানেই শুধু ক্ষমতা নয়, এর আসল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। তবে সম্প্রতি তাঁকে অভিনেত্রী কঙ্গনা রনৌতের রাজনীতিজীবন সম্পর্কে প্রশ্ন করা হলে, কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

‘তনু ওয়েডস মনু’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও স্বরা। ব্যক্তিগত জীবনেও তাঁদের বন্ধুত্ব ছিল ভালই। কিন্তু, বলিউড সূত্রে খবর, গত কয়েক বছর ধরে সেই সম্পর্কে চি়ড় ধরেছে। এ বার কঙ্গনার রাজনীতি ‘উপভোগ’ না করার মন্তব্যে স্বরার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তিনি বলেন, “কোনও মানুষ তাঁর ব্যক্তিগত বা পেশাগত জীবনে কী করবেন, সেই বিষয়ে আমার কোনও মতামত নেই। যে সমস্ত বিষয়ের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে বা যেখানে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, শুধু সেই বিষয়েই আমি মন্তব্য করব।” তিনি আরও বলেন, “যে পেশা থেকেই আসুন না কেন, যদি কোনও নেতা ভোটে নির্বাচিত হন, তা হলে নিজের লোকের কাছে উত্তর দিতে তিনি বাধ্য। এটা তো খুব সহজ বিষয়। তাঁর কাছে সেই ক্ষমতা আছে। কারণ, তাঁকে সাধারণ মানুষ নির্বাচন করে সেই ক্ষমতা দিয়েছে, তা হলে তাঁর তো দায়িত্ব থাকেই।”

‘রাঞ্ঝনা’ অভিনেত্রীর মতে, রাজনীতি চাকচিক্যহীন। স্বামী ফহাদের সঙ্গে রাজনৈতিক প্রচারে গিয়েছেন স্বরা। সেই অভিজ্ঞতা থেকেই বলেন, “বাইরে থেকে শুধু রাজনীতির জৌলুস দেখা যায়। পথসভা করব, ভিড় হবে, ভাষণ দেব। কিন্তু, রাজনীতি শুধু এটুকুতেই সীমিত নয়। রাজনীতিতেও খারাপ দিন থাকে।” তাঁর কথায়, পথসভা, প্রচারপর্ব, সকলের মধ্যমণি হয়ে থাকার সুযোগ পাঁচ বছরে এক বার আসে। বাকি সময়টা সাধারণ মানুষের জন্য পরিশ্রম করতে হয়। সরাসরি না বললেও, কঙ্গনার মন্তব্যের সঙ্গে যে তিনি এক মত নন, তা স্পষ্ট।

Advertisement
আরও পড়ুন